For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিআই এর হাত ধরে শ্রীকান্ত মোহতা চললেন ভুবনেশ্বর

প্রতারণার অভিযোগে ধৃত টলিউডের সবচেয়ে নামী প্রযোজক শ্রীকান্ত মোহতাকে গ্রেফতার করার পর তাকে এদিন ভুবনেশ্বর নিয়ে গেল সিবিআই।

  • |
Google Oneindia Bengali News

প্রতারণার অভিযোগে ধৃত টলিউডের সবচেয়ে নামী প্রযোজক শ্রীকান্ত মোহতাকে গ্রেফতার করার পর তাকে এদিন ভুবনেশ্বর নিয়ে গেল সিবিআই। ২৫ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রোজভ্যালি এমনকী সারদা কাণ্ডেও নাম জড়িয়েছে শ্রীকান্তর।

সিবিআই এর হাত ধরে শ্রীকান্ত মোহতা চললেন ভুবনেশ্বর

এদিনই তাকে ভুবনেশ্বরের আদালতে পেশ করা হবে বলে খবর। তারপর তাকে হেফাজতে নিয়ে সিবিআই তদন্ত এগিয়ে নিয়ে যাবে। গ্রেফতারির পর থেকে পরপর জেরায় ক্লান্ত হয়ে পড়েছেন শ্রীকান্ত। রাতভর ঘুমোননি বলে খবর। সল্টলেকে সিবিআই কমপ্লেক্সে জেগেই কাটিয়েছেন।

[আরও পড়ুন: ১০ শতাংশ সংরক্ষণ বিলে স্থগিতাদেশ খারিজ, তবে খতিয়ে দেখার আশ্বাস সুপ্রিম কোর্টের][আরও পড়ুন: ১০ শতাংশ সংরক্ষণ বিলে স্থগিতাদেশ খারিজ, তবে খতিয়ে দেখার আশ্বাস সুপ্রিম কোর্টের]

প্রসঙ্গত, রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর অভিযোগ, শ্রীকান্ত মোহতাকে সিনেমা তৈরির জন্য ২৫ কোটি টাকা দিয়েছিলেন তিনি। যদিও চুক্তি অনুযায়ী কাজ হয়নি বলে অভিযোগ করেছেন গৌতম কুণ্ডু। আরও অভিযোগ, টাকা চাওয়ায় তাকে শ্রীকান্ত মোহতা হুমকি দেন।

[আরও পড়ুন: বনগাঁর সভায় আসছেন প্রধানমন্ত্রী মোদী, খোলা চ্যালেঞ্জ ছুঁড়লেন জ্যোতিপ্রিয়][আরও পড়ুন: বনগাঁর সভায় আসছেন প্রধানমন্ত্রী মোদী, খোলা চ্যালেঞ্জ ছুঁড়লেন জ্যোতিপ্রিয়]

সিবিআই এর তরফে খবর, জিজ্ঞাসাবাদের জন্য শ্রীকান্ত মোহতাকে বারবার দেখা করতে বলা হলেও, তা এড়িয়ে গিয়েছেন তিনি। তাই বৃহস্পতিবার সকালে তার কসবার অফিসে যায় সিবিআইয়ের তদন্তকারী দল। কসবার অফিসে প্রায় সাড়ে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদের পরও শ্রীকান্ত মোহতা সাহায্য করেননি বলে অভিযোগ। ফলে তাকে গ্রেফতার করে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

English summary
CBI took arrested SVF owner Srikant Mohta to Bhuvaneswar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X