For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিডো তানিয়াকে 'খুনের' অভিযোগ খারিজ সিবিআইয়ের চার্জশিটে

Google Oneindia Bengali News

নিডো তানিয়াকে 'খুনের' অভিযোগ খারিজ সিবিআইয়ের চার্জশিটে
নয়াদিল্লি, ৩ মে : উত্তর পূর্ব ভারতের ছাত্র তথা অরুণাচল প্রদেশের বিধায়কের ছেলে নিডো তানিয়াম মৃত্যুর ঘটনায় চার্জশিট দায়ের করল সিবিআই। ওই চার্জশিটে ৩ নাবালক সহ মোট ৭ জনের নাম রয়েছে। এবং দোকানের কাঁচ ভাঙা নিয়ে বচসার পর ১৯ বছরের নিডোর মৃত্যু হয়েছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত ৭ জন নিডোকে উত্যক্ত ও হেনস্থা করে বলে চার্জশিটে উল্লেখ থাকলেও নৃশংস নরহত্যার বিষয়টি চার্জশিটে চেপে যাওয়া হয়েছে। তফশিলি জাতি বা উপজাতি নৃশংতা আইনে ফারমানস, পবন, সুন্দর এবং সানি উপ্পালকে অভিযুক্ত করা হয়েছে। তিন নাবালকের বিরুদ্ধে যাবতীয় পদ্ধতি গ্রহণ করবে জুভেনাইল জাস্টিস বোর্ড।

অরুণাচল প্রদেশের বিধায়ক নিডো পভিত্রার ছেলে নিডো তানিয়াম। নিডো কলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল। চলতি বছর ২৯ জুলাই দিল্লিতে একটি দোকানের কয়েকজন মিলে নিডোর চুলের রং নিয়ে ঠাট্টা করে। এর পর নিডো প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এর পরের দিন নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় নিডোকে। এই ঘটনায় দিল্লি পুলিশ ইতিমধ্যেই ৪ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে।

পুলিশ স্থানীয় আদালতকে জানিয়েছে, ফারমান, সুন্দর,পবন এবং সানি উপ্পালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা অনুসারে হত্যার মামলা দায়ের করা হয়েছে। এর পরে নিডোর ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায় মাথায় ও মুখে আঘাতের দরুণ নিডোর মৃত্যু হয়েছে। কোনও ভোঁতা বস্তু দিয়ে নিডোকে আঘাত করা হয়েছিল।

নিডোর পরিবারের তরফ থেকে দ্রুত বিচারের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সুশীলকুমার সিন্দে ও কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করা হয়। এর পরই তদন্তের জন্য এই মামলাটি দিল্লি পুলিশের থেকে সিবিআইকে হস্তান্তরিত করা হয়।

কিন্তু সিবিআই-এর চার্জশিটে বলা হয় দোকানের কাঁচ ভাঙাকে কেন্দ্র করে আচমকা হাতাহাতি ও সংঘর্ষের কারণে এই মৃত্যু হয়েছে। তাই ৩০৪ নম্বর ধারাটির উল্লেখ করা হয়নি চার্জশিটে। এমনকী সিবিআই চার্জশিটে এও বলা হয়েছে লড়াইয়ের সময় লাঠি ছাড়া অন্য কোও হাতিয়ার ব্যবহার করা হয়নি।

English summary
CBI drops murder charges in the Nido Taniam case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X