For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লালু যাদব ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির নতুন মামলা! দেশ জুড়ে বহু জায়গায় তল্লাশি সিবিআই-এর

বিহারের (Bihar) প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ (lalu yadav) যাদবের বিরুদ্ধে নতুন করে দুর্নীতির অভিযোগে মামলা। আর সেই মামলাতেই এদিন ভোর থেকে পাটনা-সহ বিভিন্ন তল্লাশি চালাচ্ছে সিবিআই (CBI)। জানা গিয়েছে ২০০৪-২০০৯ সাল

Google Oneindia Bengali News

বিহারের (Bihar) প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ (lalu yadav) যাদবের বিরুদ্ধে নতুন করে দুর্নীতির অভিযোগে মামলা। আর সেই মামলাতেই এদিন ভোর থেকে পাটনা-সহ বিভিন্ন তল্লাশি চালাচ্ছে সিবিআই (CBI)। জানা গিয়েছে ২০০৪-২০০৯ সালের মধ্যে রেলমন্ত্রী থাকাকালীন সময়ে তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল। তারই তদন্ত শুরু করেছে সিবিআই। উল্লেখ করা প্রয়োজন সম্প্রতি পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জামিন পেয়েছেন লালু যাদব।

লালু ছাড়াও পরিবারের অন্য সদস্যরা অভিযুক্ত

সূত্রের খবর অনুযায়ী, লালু যাদব ছাড়াও, তাঁর মেয়ে ও পরিবারের অন্য সদস্যরাও এই নতুন মামলায় অভিযুক্ত করা হয়েছে। এদিন সকালে সিবিআই পাটনায় লালু-রাবরির বাসভবন-সহ রাষ্ট্রীয় জনতাদলের সঙ্গে যুক্ত ১৫ টি জায়গায় তল্লাশি শুরু করেছে।

সিবিআই-এর অভিযোগ

সিবিআই-এর অভিযোগ

নতুন মামলায় সিবিআই অভিযোগ করেছে, লালু যাদব এবং তাঁর পরিবারের সদস্যরা রেলে চাকরি দেওয়ার জন্য ঘুষ হিসেবে জমি ও সম্পত্তি পেয়েছিলেন। জানা গিয়েছে, সিবিআই-এর আধিকারিকরা এদিন রাবরি দেবীর বাসভবনে দিয়ে তাঁকে জেরা করেন।

আপাতত জামিনে রয়েছেন লালু

আপাতত জামিনে রয়েছেন লালু

৭৩ বছর বয়সী লালু যাদব গত মাসে ১৩৯ কোটির ডোরান্ডা ট্রেজারি কেলেঙ্কারি মামলায় ঝাড়খণ্ড হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বর্তমানে তিনি জেলের বাইরে। সিবিআই-এর বিশেষ আদালত ফেব্রুয়ারিতে এই মামলায় তাঁকে ৫ বছরের কারাদণ্ড দেয়। তাঁকে ৬০ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। ট্রেজারি কেলেঙ্কারির এই মামলাটি ছিল পশুখাদ্য কেলেঙ্কারির ৫ম মামলা। এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল লালু যাদবকে।

বিরোধী বলে টার্গেট

যদিও লালুর বিরুদ্ধে অভিযোগ মানতে নারাজ দল আরজেডি। দলের বিধায়ক মুকেশ রোশন বলেছেন, লালু যাদব দিল্লিতে রয়েছে। এছাড়াও তাঁর ছেলে তথা দলের নেতা তেজস্বী যাদব পাটনায় নেই। ক্ষমতায় থাকা লোকেরা লালু যাদব ও তেজস্বীকে টার্গেট করেছে বলেও মন্তব্য করেন তিনি। জনপ্রিয়তার কারণেই তা করা হচ্ছে। দলের অপর এক নেতা বলেছেন, এইভাবেই দেশের বিরোধীদের শেষ করার চেষ্টা করছে মোদী সরকার। এইসব মামলার কোনও ভিত্তি নেই বলে দাবি করেছেন তিনি। বিরোধী বলেই টার্গেট করে মুখ বন্ধ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি।

শহরে অগ্নিকাণ্ড-আতঙ্ক! চাঁদনিচকে কাপড়ের শোরুমের আগুনে ধোঁয়ায় ঢাকল এলাকাশহরে অগ্নিকাণ্ড-আতঙ্ক! চাঁদনিচকে কাপড়ের শোরুমের আগুনে ধোঁয়ায় ঢাকল এলাকা

English summary
CBI conducts raids at multiple locations of RJD Chief Lalu Yadav in a fresh case relating to alleged 'land for railway job scam'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X