For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌সিএএ আন্দোলনের আঁচ ছড়াল মহারাষ্ট্রে, ১৩০ জনের নামে মামলা

Google Oneindia Bengali News

সারা দেশে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তাল হয়ে গেলেও, মহারাষ্ট্র এতদিন চুপই ছিল। কিন্তু এবার সিএএ–এর আঁচ ছড়াল এ রাজ্যেও।

সিএএ নিয়ে মহারাষ্ট্রেও বিক্ষোভ


শনিবার সরকারিভাবে জানানো হয়েছে, মারাঠাওয়াড়া প্রদেশের হিঙ্গোলি রাজ্যে নাগরিকত্ব (‌সংশোধনী)‌ আইন নিয়ে বিক্ষোভ প্রদর্শন ও সরকারি সম্পত্তি ভাঙচুর করার অপরাধে পুলিস ২০ জনকে আটক করেছে এবং ১৩০ জনের নামে অভিযোগ দায়ের করেছে। জানা গিয়েছে, কালামনুরি শহর এবং হিঙ্গোলি রাজ্যে শুক্রবার বিক্ষোভের সময় পুলিসকে লক্ষ্য করে ইঁট ছোড়ে আন্দোলনকারীরা।

পুলিশ হিংসা ছড়ানোর জন্য ও সরকারি সম্পত্তি নষ্ট করার অপরাধে ২০ জনকে আটক করেছে। এর পাশাপাশি প্রতারণা, খুনের চেষ্টা, অন্যদের বিপদে ফেলা, বিপদজ্জনক অস্ত্র দিয়ে ইচ্ছাকৃতভাবে আঘাত দেওয়ার মামলায় ১৩০ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। এছাড়াও পারভনি ও বিড জেলাতেও বিক্ষোভকারীদের নামে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারাতে মামলা দায়ের হয়েছে। ৩ জনকে পারভনি জেলায় গ্রেফতার করা হয়েছে।

কালেক্টর অফিসের কাছে শুক্রবার আন্দোলনকারীদের ছোঁড়া পাথরের আঘাতে আহত হন রাজস্ব অফিসার বিদ্যাচরণ কদাভকর এবং এক পুলিশ কর্মী। পুলিশের এসপি কৃষ্ণকান্ত উপাধ্যায় জানান যে দমকলের গাড়িও ভাঙচুর করে বিক্ষোভকারীরা।

English summary
20 detained, 130 booked for violence during Citizenship Act protests in Maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X