For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফল আশাব্যঞ্জক নয়, কারণ খুঁজতে চিন্তন বৈঠকে বসবে বিজেপি

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

জয়
নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর: যতটা আশা ছিল, ততটা ভালো ফল করতে পারল না বিজেপি। অন্তত সারা দেশে যে ৩২টি বিধানসভা ও তিনটি লোকসভা আসনের ফল ঘোষিত হয়েছে, তার নিরিখে এটা বলাই যায়। কেন, তার কারণ খুঁজতে খুব শীঘ্রই বৈঠকে বসবেন বিজেপি নেতারা।

যে আটটি রাজ্যে এ দিন ভোটগণনা হয়, সেইগুলি হল: উত্তরপ্রদেশ, গুজরাত, রাজস্থান, অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ ও সিকিম। আর অনিবার্য কারণে ছত্তিশগড়ের একটি আসনে ভোটগণনা স্থগিত রেখেছে নির্বাচন কমিশন।

গুজরাতের বরোদা লোকসভা আসনটি যথারীতি ধরে রেখেছে বিজেপি। বারাণসীর পাশাপাশি এখান থেকে গত লোকসভা নির্বাচনে সাড়ে পাঁচ লক্ষের বেশি ভোটে জিতেছিলেন নরেন্দ্র মোদী। পরে এই আসনটি ছেড়ে দেন তিনি। উপনির্বাচনেও এখানে জিতল গেরুয়া শিবির। অন্যদিকে, উত্তরপ্রদেশের মৈনপুরী লোকসভা আসনটিও নরেন্দ্র মোদীর মতো ছেড়ে দিয়েছিলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদব। এখানে জিতেছে সেই সপা-ই। তেলেঙ্গানার মেডক লোকসভা আসনে জিতেছে টিআরএস (তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি)।

তিনটি লোকসভা আসন বাদ দিলে বাকি ৩২টি বিধানসভা আসনে ফলাফল মিশ্র। উত্তরপ্রদেশের ১১টি আসনের আটটিই পেয়েছে সমাজবাদী পার্টি। তিনটি পেয়েছে বিজেপি। অথচ গত লোকসভা ভোটের নিরিখে বিচার করলে দেখা যাচ্ছে, ১০টি আসনেই বিপুল ভোটে এগিয়ে ছিল বিজেপি। এটা কোণঠাসা সমাজবাদী পার্টির কাছে নিঃসন্দেহে ভালো খবর।

তবে বিজেপির কাছে চিন্তার বিষয় গুজরাত ও রাজস্থান। এই দুই রাজ্যে লোকসভা ভোটে সাফ হয়ে গিয়েছিল কংগ্রেস। কিন্তু এদিনের বিধানসভা ভোটের ফল থেকে দেখা যাচ্ছে, গুজরাতের ন'টি আসনের মধ্যে ছ'টি পেয়েছে বিজেপি। বাকি তিনটি কংগ্রেস। এখানে কংগ্রেস খালি হাতে ফিরবে বলে আশা করেছিলেন বিজেপি নেতারা।

একইভাবে রাজস্থানের চারটি আসনের তিনটিই জিতে নিয়েছে কংগ্রেস। একটি পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপিকে। ওয়াকিবহাল মহলের মতে, এখানে দলের গোষ্ঠীদ্বন্দ্বই কাল হয়েছে।

অসমের তিনটি আসনের মধ্যে একটি করে পেয়েছে যথাক্রমে বিজেপি, কংগ্রেস এবং এআইইউডিএফ। ত্রিপুরার একটি মাত্র আসনে জিতেছে সিপিএম। সারা দেশে প্রতিষ্ঠান-বিরোধিতা ফ্যাক্টর হলে মুখ্যমন্ত্রী মানিক সরকারের লাল দুর্গে কেউ আঁচড়ও কাটতে পারেনি। অন্ধ্রপ্রদেশের একটি মাত্র বিধানসভা আসনে জিতেছে চন্দ্রবাবুর নাইডুর টিডিপি।

অন্যদিকে, পশ্চিমবঙ্গে ১-১ ফল হয়েছে। এই প্রথম একক শক্তিতে জিতেছে বিজেপি। তারা বসিরহাট দক্ষিণ আসনটি ছিনিয়ে নিয়েছে। তৃণমূল কংগ্রেসের নয়না বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন চৌরঙ্গি আসনে। বাংলায় বিজেপি জয় এতটাই তাৎপর্যপূর্ণ যে দলের নেতা শাহনওয়াজ হুসেন বলেছেন, "এটা ঠিক, এই ভোটে আমরা আরও ভালো ফল আশা করেছিলাম। কিন্তু এটাও ঠিক, বাংলা থেকে এত ভালো খবর আমাদের আশা দেখাল। ওখানে বিধানসভা পদ্মফুল ফুটল। এর চেয়ে ভালো খবর সত্যিই কিছু হয় না।"

English summary
By-poll results not as good as expected, BJP to discuss its future strategy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X