For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌বাজেট ২০২০:‌ বাবার শেষকৃত্যেও যেতে পারেননি বাজেটের নথি মুদ্রন করার প্রধান ব্যক্তি

Google Oneindia Bengali News

একটা বাজেট তৈরির ক্ষেত্রে অনেক কিছুরই প্রয়োজন হয়, যেমন আর্থিক বুদ্ধি, রাজনৈতিক গণনা, অর্থনৈতিক বিবেচনা এবং এমনকি ব্যক্তিগত ত্যাগও করতে হয় অনেক সময়। বাজেটের নথি মুদ্রনের পেছনে যে ব্যক্তির ভূমিকা অনস্বীকার্য তিনি হলেন কুলদীপ কুমার শর্মা। তিনি ২০২০ সালের বাজেট তৈরি করার জন্য পেশাগত দিকের এক নতুন ইতিহাস রচনা করেছেন।

বাবার শেষকৃত্যেও যেতে পারেননি বাজেটের নথি মুদ্রন করার প্রধান ব্যক্তি


হালুয়া সেরিমনির পর বাজেট মুদ্রনে যে সমস্ত আধিকারিকরা যুক্ত তাঁদের একটি ঘরে তালাবন্ধ করে রেখে দেওয়া হয়। যখন কুলদীপ কুমার বাজেটের নথি তৈরি করতে ব্যস্ত ছিলেন সেই সময় তাঁর বাবা মারা যান। সেটা ছিল ২৬ জানুয়ারি। ব্যক্তিগত দিক দিয়ে এত বড় ক্ষতি হয়ে যাওয়ার পরও তিনি মুদ্রনের জায়গা থেকে একচুলও নড়েননি এবং গোটা পদ্ধতিটি নিজে সামলেছেন কোনও কিছু অভিযোগ না করেই।

কুলদীপের কাজের ভূয়সী প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, '‌তাঁর কাজের প্রতি অসাধারণ আন্তরিকতা’‌। নির্মলা সীতারমন টুইট করে বলেন, '‌খুব দুঃখের সঙ্গে এটা জানতে পারলাম যে কুলদীপ কুমার শর্মা, ডেপুটি ম্যানেজার (‌প্রেস)‌, তাঁর বাবাকে ২৬ জানুয়ারি হারিয়েছেন। বাজেটের ডিউটির জন্য তাঁকে তালাবন্ধ হয়ে থাকতে হয়। তাঁর অগাধ ক্ষতি হওয়া সত্ত্বেও শর্মা এক মিনিটের জন্যও প্রেস অঞ্চল ছেড়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।’‌ অর্থমন্ত্রী এও জানিয়েছেন যে কুলদীপের ৩১ বছরের অভিজ্ঞতা রয়েছে। খুব কড়াকড়ি সময়ের মধ্যে বাজেটের তথ্য মুদ্রন করার প্রধান হাত হলেন কুলদীপ কুমার শর্মা।

English summary
Official in charge of the printing of the Budget are 'locked-in' after the 'halwa ceremony'.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X