For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজেট ২০২১, করোনাকালীন মন্দার মাঝে আয়কর ছাড়ের ক্ষেত্রে কী পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র ?

বাজেট ২০২১, করোনাকালীন মন্দার মাঝে আয়কর ছাড়ের ক্ষেত্রে কী পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র ?

  • |
Google Oneindia Bengali News

করোনা আবহে ক্রমশ শিথিল হয়েছে ভারতের অর্থনৈতিক উন্নতির রাশ। সংগঠিত হোক বা অসংগঠিত, সকল ক্ষেত্রেই কাজ হারিয়েছেন লক্ষাধিক মানুষ। স্বাভাবিকভাবেই চাকরিজীবী হোক বা ব্যবসায়ী, প্রত্যেকেই তাকিয়ে রয়েছেন আসন্ন কেন্দ্রীয় বাজেটের দিকেই। এদিকে আসন্ন বাজেটের বিষয়ে সাধারণ মানুষের মতামত জানতে বিষয়ে সম্প্রতি একটি সমীক্ষা করা হয়। তথ্যানুযায়ী, ৭০% মানুষই রয়েছেন কর ছাড়ের পরিমাণ বাড়ানোর পক্ষে। আসুন জেনে নেওয়া যাক, বাজেটের পালে হাওয়া ঠিক কোন দিকে।

করদাতাদের জন্য বাড়তি সুবিধা

করদাতাদের জন্য বাড়তি সুবিধা

কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ইঙ্গিত বলছে, ঢেলে সাজানো হতে পারে আয়কর সংক্রান্ত সমস্ত সরকারি পদক্ষেপ। সূত্রের খবর, আয়করের ক্ষেত্রে ছাড় দিয়ে করদাতাদের আয় বাড়ানোর মাধ্যমে চাহিদা বজায় রাখার ভাবনা রয়েছে কেন্দ্রের। অর্থনীতি গবেষকদের মতে, বড় ধরনের কোনো রদবদল না করে ছোটখাটো বদল এনে করদাতাদের সুবিধা করার লক্ষ্যে এগোতে পারে আগামী বাজেটে অধিবেশন।

প্রভিডেন্ট ফান্ডে লগ্নিকারীদের কর ছাড়ের দাবি

প্রভিডেন্ট ফান্ডে লগ্নিকারীদের কর ছাড়ের দাবি

করছাড়ের আশা থাকলেও আগের বাজেটে খুব একটা আশাপূরণ হয়নি জনসাধারণের। তবে আগামী বাজেটে প্রভিডেন্ট ফান্ড সহ অন্যান্য তহবিলে লগ্নিকারীরা যে করছাড়ের সুবিধা পেতে পারেন, তার ইঙ্গিত মিলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এক উচ্চপদস্থ আমলার থেকে। অন্যদিকে ভ্রমণের ক্ষেত্রে এলটিসি ও চিকিৎসা সংক্রান্ত খরচের ক্ষেত্রেও যে ছাড় পাবেন নাগরিকরা, তার ইঙ্গিত মিলেছে আধিকারিক সূত্রে।

 করদানের প্রতি আগ্রহী করতে নয়া ভাবনা কেন্দ্রের

করদানের প্রতি আগ্রহী করতে নয়া ভাবনা কেন্দ্রের

কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, নাগরিকদের আয়কর প্রদানের ক্ষেত্রে উৎসাহী করতে নতুন ভাবনাচিন্তা করছে কেন্দ্র। ২০২০-২১ বাজেটে যেরকম আয়কর প্রদানের বিকল্পযুক্ত ব্যবস্থা এনেছিল অর্থমন্ত্রক, সেই ব্যবস্থার রদবদল করা হবে বলে মনে করছেন অর্থনীতি বিশেষজ্ঞরা। সূত্রের খবর, আয়কর প্রদানের ক্ষেত্রে বাড়তি ছাড়ের সুবিধা দিয়ে নতুন করদাতাদের করদানের প্রতি আকর্ষণ বাড়াতে চাইছে কেন্দ্র।

 নব ব্যবস্থায় কেমন হতে পারে ছাড়ের পরিমাণ ?

নব ব্যবস্থায় কেমন হতে পারে ছাড়ের পরিমাণ ?

কেন্দ্রীয় আয়কর দফতর সূত্রে খবর, নব আয়কর ব্যবস্থার নিয়ম মেনে আয়কর প্রদান করলে আয়করে অধিক ছাড় মিলবে, তবে সেক্ষেত্রে আয়কর আইনের আওতায় বিভিন্ন লগ্নির ক্ষেত্রে আর্থিক জটিলতার সম্মুখীন হতে হবে নাগরিকদের। পাশাপাশি পূর্ব ব্যবস্থা অনুযায়ী যে ৫০,০০০ করছাড়ের নিয়ম ছিল, তার আওতাতেও পড়বেন না করদাতারা। অর্থমন্ত্রকের নিয়মানুযায়ী, বিকল্পযুক্ত নিয়মের আওতায় করের পরিমাণ ৫-৭.৫ লক্ষ আয়ের ক্ষেত্রে ১০%, ৭.৫-১০ লক্ষ আয়ে ১৫%, ১০-১২.৫ লক্ষে ২০%, ১২.৫-১৫ লক্ষ আয়ে ২৫% এবং বার্ষিক ১৫ লক্ষের বেশি আয়ের ক্ষেত্রে বর্তমানে কর দাঁড়ায় ৩০%-এর কাছাকাছি।

করোনা পরিস্থিতিতেও ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি, বাজেট পেশের আগে যা জানালেন অর্থমন্ত্রী করোনা পরিস্থিতিতেও ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি, বাজেট পেশের আগে যা জানালেন অর্থমন্ত্রী

English summary
What exactly is Finance Minister Nirmala Sitharaman thinking about income tax exemption in the upcoming budget
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X