For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ লোকসভা নির্বাচনের আগে 'বাজেট'-এ কোন কোন ক্ষেত্রে জোর দিতে চলেছে বিজেপি সরকার

আর কিছুক্ষণের মধ্যেই পীযূষ গোয়েল সংসদে পেশ করতে চলেছেন ২০১৯ সালের অন্তবর্তী বাজেট। যে বাজেট এই মুহূর্তে রাজনৈতিক প্রাসঙ্গিকতার চূড়ান্ত সীমায়।

  • |
Google Oneindia Bengali News

আর কিছুক্ষণের মধ্যেই পীযূষ গোয়েল সংসদে পেশ করতে চলেছেন ২০১৯ সালের অন্তবর্তী বাজেট। যে বাজেট এই মুহূর্তে রাজনৈতিক প্রাসঙ্গিকতার চূড়ান্ত সীমায়। লোকসভা নির্বাচনের আগে একাধিক সেক্টরকে চাঙ্গা করতে তথা ভোটব্যাঙঅক অঙ্ক নির্ধারণের অনেকাংশই নির্ভর করছে বিজেপি সরকারের এই বাজেটে। দেখে নেওয়া যাক, কোন কোন ক্ষেত্রে ২০১৯ সালের বাজেটে চমক দিতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার।

কৃষিক্ষেত্রে কী আসতে পারে?

কৃষিক্ষেত্রে কী আসতে পারে?

খাদ্যদ্রব্যে ভর্তুকি ও চাষিদের জন্য উন্নয়নের দিকটি এবার সবচেয়ে বেশি এগিয়ে রাখতে চলেছে সরকার।কৃষি ক্ষেত্রে চাষিদের অবস্থার উন্নতিতে আসতে পারে 'মিনিমাম গ্যারান্টি স্কিম'। এতে যাঁরকা ভূমিহীন চাষি তাঁদের সুরক্ষা দিতেই থাকতে পারে একাধিক চমকপ্রদ দিক। এছাড়াও কৃষিজাত পণ্যের সঠিক দাম যাতে চাষিরা পান, তারও ব্যবস্থা করতেও থাকতে পারে একাধিক স্কিমে।

সোনার দাম

সোনার দাম

মনে করা হচ্ছে সোনার দামে শুল্ক কম করার সম্ভাবনা থাকতে পারে। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবাতেও একাধিক চমক দিতে পারে সরকার। যা মধ্যবিত্ত ও বয়স্কদের নজরে রেখেই সম্ভবত করা হবে।

কর ও ব্যাঙ্কিং

কর ও ব্যাঙ্কিং

ঋণের ক্ষেত্রে অনেকটাই সুবিধাজনক অবস্থায় মধ্যবিত্ত ও ছোট ব্যবসায়ীদের তুলে ধরার চেষ্টা করছে সরকার। কাটছাঁট হতে পারে কর্পোরেট করে। আয়করের উর্ধ্বসীমাও বাড়তে পারে বলে দাবি অনেককটি সূত্রের।

[আরও পড়ুুন:বাজেট পেশের আগেই চাঙা শেয়ার বাজার, সেনসেক্স, নিফটি ঊর্ধ্বমুখী ][আরও পড়ুুন:বাজেট পেশের আগেই চাঙা শেয়ার বাজার, সেনসেক্স, নিফটি ঊর্ধ্বমুখী ]

আইটি ও টেলিকম

আইটি ও টেলিকম

আরও ভালো ডিজিটাল পরিকাঠামোর জন্য, একাধিক স্কিম আনতে পারে সরকার। ইলেকট্রনিক গাড়ি ও ব্যাটারিতে জিএসটির পরিমাণ কমতে পারে।

[আরও পড়ুন:বাজেট তৈরির পিছনের কারিগর কারা! তাঁদের চেনেন কি ][আরও পড়ুন:বাজেট তৈরির পিছনের কারিগর কারা! তাঁদের চেনেন কি ]

English summary
Budget 2019 expectations, Farm relief package, tax exemptions, discount on loans for business; hopes abound from Piyush Goyal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X