For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আওয়ামী লীগ সরকারকে অক্টোপাসের সঙ্গে তুলনা বিএনপি মহাসচিবের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বিএনপি
ঢাকা, ৮ মার্চ: আবারও চাঁছাছোলা ভাষায় আওয়ামী লীগকে বিঁধলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। শেখ হাসিনার সরকারকে তিনি অক্টোপাসের সঙ্গে তুলনা করেছেন।

গতকাল জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনাসভায় তিনি বলেছেন, "আওয়ামী লীগের সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার, লেখালিখি করার অধিকার কেড়ে নিচ্ছে। চারদিক থেকে অক্টোপাসের মতো গলা টিপে ধরছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। অতি দ্রুত সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমাদের আন্দোলন শুরু করতে হবে।"

তাঁর অভিযোগ, বিএনপি-র ওপর বেশি করে নির্যাতন চালাতেই শেখ হাসিনা ৫০ হাজার পুলিশ নিয়োগের কথা বলেছেন। সারা দেশেই বিএনপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে।

ফখরুল ইসলাম আলমগীর বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে 'দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক' বলে বর্ণনা করেছেন। বলেছেন, বাংলাদেশে তিনি নতুন রাজনীতিক সংস্কৃতি আমদানি করতে চেয়েছিলেন। এমনকী, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যখন বিদেশ থেকে ফিরেছিলেন, তখন তাঁকে ফুলের তোড়া পাঠিয়ে অভিনন্দন জানিয়েছিলেন তারেক রহমান। অথচ বিনিময়ে আওয়ামী লীগ তাঁর বিরুদ্ধে এক ডজন ভুয়ো মামলা রুজু করে দিল। নির্দিষ্ট সময়ে এর বিচার হবে বলে হুমকি দেন বিএনপি মহাসচিব।

আরও একধাপ এগিয়ে বিএনপি নেতা খন্দকার মোশারফ হোসেন বলেন, তারেক রহমানকে গ্রেফতার করে শুধু নির্যাতনই করা হয়নি, জেলের ভিতর তাঁকে খুন করারও ষড়যন্ত্র হয়েছিল।

প্রসঙ্গত, ২০০৭ সালের ৭ মার্চ খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে গ্রেফতার করা হয়। দুর্নীতি, তোলাবাজি ইত্যাদি মামলায় কিছুদিন কারাগারে ছিলেন তিনি। তার পর জামিন পেয়ে বিদেশে চলে যান। সেই থেকে ওই দিনটি 'কারাবন্দি দিবস' হিসাবে পালন করে আসছে বিএনপি। এই উপলক্ষে নানা আলোচনাসভা, মিছিল ইত্যাদির আয়োজন করে তারা।

English summary
BNP Secretary General compares Awami League Government with octopus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X