For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভায় ৯০ শতাংশ আসনেই হারবে বিজেপি! দলেরই সাংসদের বোমায় বিপাকে মোদী

রাজধানীর বুকে দাঁড়িয়ে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এবার খোদ দলেরই এক সাংসদ বোমা ফাটালেন বিজেপির বিরুদ্ধে।

Google Oneindia Bengali News

রাজধানীর বুকে দাঁড়িয়ে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। দেশ ভুল পথে চলছে বলে দাবি করে মহাজোট গড়ার ডাক দিয়েছিলেন তিনি। এবার খোদ দলেরই এক সাংসদ বোমা ফাটালেন বিজেপির বিরুদ্ধে। এবং সাফ জানিয়ে দিলেন এবার ৯০ শতাংশ আসনে হারবেন বিজেপি প্রার্থীরা।

 লোকসভায় ৯০ শতাংশ আসনেই হারবে বিজেপি! দলেরই সাংসদের বোমায় বিপাকে মোদী

লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিদ্রোহ বাড়ছে কেন্দ্রের শাসক শিবিরে। বিরোধীরা তোপ দাগবেন, বলবেন বিজেপি সমস্ত আসনে হারবে, এটাই স্বাভাবিক। তা বলে দলেরই কোনও সাংসদ যদি বলেন ৯০ শতাংশ আসনে বিজেপি প্রার্থী হারবে, তা দলের কাছে আতঙ্কেরই। সেই ভয়ই তাড়া করে বেড়াচ্ছে এবার।

হরিয়ানা কুরুক্ষেত্রের বিজেপি সাংসদ রাজকুমার সাইনি সরব হয়েছেন নিজের দলের বিরুদ্ধে। তিনি বোমা ফাটিয়ে বলেন, বিজেপির না আছে নীতি, না আছে কোনও ইচ্ছা। দেশের অবস্থা খুবই খারাপ। রাজস্থানে বিধানসভা ভোট হোক বা লোকসভা ভোট, বিজেপি প্রার্থীরা ৯০ শতাংশ আসনেই হারবে।

কুরুক্ষেত্রের তিগাঁও প্রাথমিক স্কুলে লোকতন্ত্র বাঁচাও র‍্যালিতে অংশ নিয়ে এই বোমা ফাটালেন রাজকুমার। একইসঙ্গে তিনি বিরোধী লোকজলের নেতা ওমপ্রকাশ চৌতালা ও তাঁর ছেলে অভয় চৌতালাকেও নিশানা করছেন সাংসদ। তিনি বলেন, দুর্নীতির দায়ে জেলখাটা নেতারাই আবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। এদিন তিনি আরও বলেন, ২০১৯-এ বিজেপির কাছে টিকিট চাইবেন না তিনি। প্রয়োজনে নতুন দল গড়ে ভোটে লড়বেন।

 লোকসভায় ৯০ শতাংশ আসনেই হারবে বিজেপি! দলেরই সাংসদের বোমায় বিপাকে মোদী

 লোকসভায় ৯০ শতাংশ আসনেই হারবে বিজেপি! দলেরই সাংসদের বোমায় বিপাকে মোদী

এর আগে বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্টে মাথায় হাত পড়ার জোগাড় মোদী-অমিত শাহদের। ২০১৯-এর লোকসভা ভোটে জিতে নরেন্দ্র মোদীর ক্ষমতায় ফেরার সম্ভাবনায় বড় প্রশ্নচিহ্ন ফেলে দিয়েছিল সমীক্ষা রিপোর্ট। বিজেপির রাতের ঘুম কেড়ে নেওয়ার পক্ষে এই রিপোর্টই যথেষ্ট ছিল। একইভাবে কংগ্রেস ও বিরোধী শিবিরকে উৎসাহিত করেছিল এই রিপোর্ট। কেননা বিজেপি তাদের জেতা যে ২৮২টি আসনে সমীক্ষা চালিয়েছিল, তার মধ্যে ১৫২টি আসনেই হারের মুখে রয়েছে তারা। অর্থাৎ বিজেপি মাত্র ১৩০টি আসনে জিততে পারে।

এবার বিজেপি সাংসদ বলথেন ৯০ শতাংশ বিজেপি প্রার্থী হারবে। উপনির্বাচনে একের পর এক হার জুটেছে। বিজেপির জেতা আসনগুলিতেও শোচনীয় পরাজয় ঘটেছে। এই অবস্থায় অভ্যন্তরীন সমীক্ষা রিপোর্টের সঙ্গে সাযুজ্য রেখে বিজেপি সাংসদের এই ভবিষ্যদ্বাণী দলের পক্ষে মারাত্মক হতে পারে। যেদিন বিশ্বশ্রেষ্ঠ অর্তনীতিবিদ মোদী সরকারের কঠোর সমালোচনা করলেন, সেদিনই বিজেপি সাংসদের এমন ভবিষ্যদ্বাণী চাপে রাখবে মোদী-শাহদের।

[আরও পড়ুন:টার্গেট ২০১৯! বিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ পড়তে চলেছেন দেড় ডজন মন্ত্রী, ৪৫% সাংসদ][আরও পড়ুন:টার্গেট ২০১৯! বিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ পড়তে চলেছেন দেড় ডজন মন্ত্রী, ৪৫% সাংসদ]

English summary
BJP will lose 90 percent seats in Lok Sabha Election 2019. A BJP MP of Rajasthan attacks against Modi government.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X