For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ লোকসভা ভোটে বিজেপি ঠিক ক'টি আসন পাবে! নরেন্দ্র মোদী দিলেন জবাব

লোকসভা নির্বাচনের আগে প্রথম সাক্ষৎকারেই আত্মবিশ্বাস ঠিকরে বেরিয়ে এল মোদীর কণ্ঠে। ভোটভাগ্য থেকে দেশের আগামী দিনের পথ চলা, সমস্ত বিষয় নিয়েই অকপট বার্তা দিলেন নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের আগে প্রথম সাক্ষৎকারেই আত্মবিশ্বাস ঠিকরে বেরিয়ে এল মোদীর কণ্ঠে। ভোটভাগ্য থেকে দেশের আগামী দিনের পথ চলা, সমস্ত বিষয় নিয়েই অকপট বার্তা দিলেন নরেন্দ্র মোদী। বিজেপি এই নির্বাচনে কতটা এগিয়ে রয়েছে, বা বিজেপি এই নির্বাচনে কতটা এগিয়ে যাবে, তা নিয়ে একাধিক বক্তব্য রাখেন মোদী।

দেশ চাইছে...

দেশ চাইছে...

মোদী বলেন, 'দেশ জোটের বিরুদ্ধে নয়। তবে গত ৩০ বছর ধরে দেশ দেখেছেন জোট সরকারের অস্থির অবস্থা, দেশ এখন চায় স্থায়ী সরকার। দেশ ঠিক করে ফেলেছে যে সংখ্যাগরিষ্ঠ দলকেই সরকারে দেখবে বলে। আমার বিশ্বাস ভারতীয় জনতা পার্টি আবার জয়লাভ করবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। ২০১৪ সালে যা ভোট পাওয়া গিয়েছে তার চেয়ে বেশি ভোট পাবে আমাদের শরিকদলও।' তাঁর বিশ্বাস ২০১৯ নির্বাচনে কোনও প্রতিদ্বন্দ্বিতাই হবে না। এবার ৩০০ আসন জিতবে এনডিএ।

দেশাত্মবোধ নিয়ে প্রশ্ন

দেশাত্মবোধ নিয়ে প্রশ্ন

মোদীকে এদিন প্রশ্ন করা হয়, তাঁর ও পাক প্রধানমন্ত্রী ইমরানের মধ্যে কি কোনও গোপন সমঝোতা হয়েছে নির্বাচনে মাইলেজ পেতে? উত্তরে মোদী বলেন, তাঁর দেশভক্তি প্রশ্নাতীত। পাশাপাশি তিনি বলেন, যাঁরা দেশের বিরুদ্ধে কথা বলছেন তাঁদের ধীরে ধীরে চিহ্নিত করা হোক।

[আরও পড়ুন:মোদীর 'মিশন শক্তি' ঘোষণা নিয়ে আজ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের! শুরু কাউন্ট ডাউন][আরও পড়ুন:মোদীর 'মিশন শক্তি' ঘোষণা নিয়ে আজ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের! শুরু কাউন্ট ডাউন]

বিরোধীদের প্রতি বার্তা

বিরোধীদের প্রতি বার্তা

এদিনের সাক্ষাৎকারে মোদী বলেন, 'আমরা ডিবেট করতেই পারি দেশ গ্যাস কানেকশন , বাড়ি নির্মাণ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা নিয়ে। কিন্তু আমি যখনই উন্নয়ন নিয়ে কথা বলি তখনই ওঁরা অন্য ইস্যুতে কথা বলে। আমাদের সরকার ২৪ ঘণ্টা কাজ করে। .. বিরোধীরা বার বার একই কথা বলতে থাকেন। '

[আরও পড়ুন:ইস্তেহার প্রকাশ বামেদের, ন্যূনতম বেতন ১৮ হাজার করার প্রতিশ্রুতি][আরও পড়ুন:ইস্তেহার প্রকাশ বামেদের, ন্যূনতম বেতন ১৮ হাজার করার প্রতিশ্রুতি]

English summary
BJP will form government with full majority, says PM Modi in first interview of poll season.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X