For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজনৈতিক দলগুলিকে দেওয়া চাঁদার প্রায় পুরোটাই ঢুকেছে বিজেপির পকেটে

ভারতের রাজনৈতিক দলগুলি যে টাকা চাঁদা বাবদ পেয়েছে তার মধ্যে ভারতীয় জনতা পার্টির তহবিলেই জমা পড়েছে ৯৩ শতাংশ চাঁদা।

  • |
Google Oneindia Bengali News

ভারতের রাজনৈতিক দলগুলি যে টাকা চাঁদা বাবদ পেয়েছে তার মধ্যে ভারতীয় জনতা পার্টির তহবিলেই জমা পড়েছে ৯৩ শতাংশ চাঁদা। ২০ হাজার টাকার বেশি অর্থের যে ডোনেশন জমা পড়েছে ২০১৭-১৮ সালে তার প্রায় পুরোটাই বিজেপির তহবিলে ঢুকেছে বলে খবর।

কত টাকা জমা পড়েছে

কত টাকা জমা পড়েছে

২০১৭-১৮ সালে সবমিলিয়ে ৪৬৯.৮৯ কোটি টাকা সব রাজনৈতিক দল মিলিয়ে তাদের অ্যাকাউন্টে জমা পড়েছে।

বিজেপির ভাগ্যে সবচেয়ে বেশি

বিজেপির ভাগ্যে সবচেয়ে বেশি

এর মধ্যে বিজেপির ভাগ্যে জুটেছে ৪৩৭.০৪ কোটি টাকা। এমনটাই জানিয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)। এই তথ্যই জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছেও।

বাকী কারা কত চাঁদা

বাকী কারা কত চাঁদা

বাকী চাঁদার মধ্যে কংগ্রেস পেয়েছে ২৬.৬৫৮ কোটি, ন্যাশনালিস্ট কংগ্রেস কংগ্রেস পার্টি পেয়েছে ২.০৮৭ কোটি, কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পেয়েছে ২.৭৫৬ কোটি টাকা, সিপিআই পেয়েছে ১.১৪৬ কোটি টাকা, তৃণমূল কংগ্রেস পেয়েছে ২০ লক্ষ টাকা, বিএসপি ২০ হাজার টাকার বেশি অর্থের কোনও ডোনেশন পায়নি বলে জানা গিয়েছে।

কার কতগুলি ডোনেশন

কার কতগুলি ডোনেশন

বিজেপি সংখ্যার বিচারে ২৯৭৭টি ডোনেশন পেয়েছে। সবমিলিয়ে মোট ডোনেশন জমা পড়েছে ৪২০১টি। কংগ্রেস ৭৭৭টি, এনসিপি ৪২টি, সিপিএম ১৯৬টি, সিপিআই ১৭৬টি ও তৃণমূল ৩৩টি ডোনেশন পেয়েছে।

কার কত চাঁদা কমেছে

কার কত চাঁদা কমেছে

তবে দেখা গিয়েছে, আগের বছরের চেয়ে দলগতভাবে দলগুলির চাঁদা কমে গিয়েছে। বিজেপির ১৮ শতাংশ, কংগ্রেসের ৩৬ শতাংশ, এনসিপি-র ৬৭ শতাংশ, সিপিএমের ২০ শতাংশ ও তৃণমূলের ৯০ শতাংশ প্রদেয় চাঁদা কমে গিয়েছে।

কোন রাজ্য থেকে কেমন আয়

কোন রাজ্য থেকে কেমন আয়

রাজ্যগুলির নিরিখে দিল্লি থেকে সবচেয়ে বেশি ২০৮.৫৬ কোটি টাকা চাঁদা জমা পড়েছে। এরপরে মহারাষ্ট্র থেকে ৭১.৯৩ কোটি টাকা, গুজরাত থেকে ৪৪.০২ কোটি টাকা, কর্ণাটক থেকে ৪৩.৬৭ কোটি টাকা, হরিয়ানা থেকে ১০.৫৯ কোটি টাকা চাঁদা জমা পড়েছে।

English summary
BJP received highest donations to national parties in 2017-18, reveals ADR
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X