For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির ঘরে বিভীষণ কে? ফাঁস হয়ে গেল মধ্যপ্রদেশের কমলনাথ সরকার ফেলার ছক,ভাইরাল অডিও ক্লিপ

বিজেপির ঘরে বিভীষণ কে? ফাঁস হয়ে গেল মধ্যপ্রদেশের কমলনাথ সরকার ফেলার ছক,ভাইরাল অডিও ক্লিপ

Google Oneindia Bengali News

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পরিকল্পনা করেই মধ্য প্রদেশের কমলনাথ সরকারের পতন ঘটিয়েছে। অডিও ক্লিপে এমনই বলতে শোনা গিয়েছে বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে। সেই অডিও ক্লিপ ফাঁস হয়ে গিয়েছে। মুহূর্তে ভাইরাস হয়ে গিয়েছে সেই অডিও ক্লিপ। তাই নিয়ে প্রবল রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে মধ্য প্রদেশে।

শিবরাজের অডিও ক্লিপ ফাঁস

শিবরাজের অডিও ক্লিপ ফাঁস

কীভাবে মধ্যপ্রদেশের কমলনাথ সরকারের পতন ঘটানো হল তা ফাঁস হয়ে গিয়েছে শিবরাজ সিংয়ের অডিও ক্লিপে। প্রায় সাড়ে ৯ মিনিটের অডিও ক্লিপে শোনা গিয়েছে শিবরাজ সিং প্রাক্তন কংগ্রেস বিধায়ক তুলসী সিলাওতকে বলছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে যোগ না দিয়ে কমলনাথ সরকারের পতন ঘটানো অসম্ভব। বিজেপি সরকার ক্ষমতায় না ফিরলে কংগ্রেস বিধায়কও জিততে পারবেন না বলে রীতিমত প্রচ্ছন্ন হুমকি গিয়ে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে।

সিন্ধিয়ার বিজেপিতে যোগ

সিন্ধিয়ার বিজেপিতে যোগ

তার পরেই বিক্ষোভ দানা বাঁচতে শুরু করে কমলনাথ সরকারের বিধায়কদের মধ্যে। বিজেপির পরিকল্পনা মতোই ভাঙন ধরানো হয় কমলনাথ সরকারে। একেবারে পরিকল্পনা সঠিক পথে এগিয়েই বিজেপিতে যোগ দেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আর পিছন ফিরে তাকাতে হয়নি শিবরাজদের। জ্যোতিরাদিত্যর দল বদলের সঙ্গে সঙ্গে ২২ জন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দেন। তাঁদের মধ্যে ছিলেন সিলাওতও। কেল্লা ফতে সেখানেই।

জ্যোতিরাদিত্যকে নিয়ে বিক্ষোভ

জ্যোতিরাদিত্যকে নিয়ে বিক্ষোভ

কংগ্রেসের হেভিওয়েট নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিজেপিতে যোগদানে বেশ ধাক্কা লেগেছিল বিজেপি শিবিরে। কিন্তু বেশি দিন যায়নি বিজেপির অন্দরেও জ্যোতিরাদিত্যকে নিয়ে বিবাদ শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, বিধানসভা উপনির্বাচনের আগে বিজেপির পুরনো নেতারা জ্যোতিরাদিত্যর যোগদানকে ভাল করে মেনে নিতে পারেননি।

অস্বস্তিতে বিজেপি

অস্বস্তিতে বিজেপি

শিবরাজ সিংয়ের এই অডিও ক্লিপ ফাঁস হয়ে যাওয়ার পরেই অস্বস্তিতে পড়েছেন অমিত শাহরা। কারণ অমিত শাহ এবং মোদীদের ঘনিষ্ঠ নেতা বলেই পরিচিত শিবরাজ। তাঁর উপর ভরসা করেই মধ্য প্রদেশের দায়িত্ব দিয়েছিলেন তাঁরা। এবার কোন পথে এগোবে মধ্য প্রদেশের সমীকরণ এই নিয়ে উদ্বেগ বাড়ছে।

অমসের গ্যাস লিক নিয়ন্ত্রণে আনতে লাগবে আরও ২৫ দিন! কীভাবে আগুন লাগল তিনসুকিয়াতে? অমসের গ্যাস লিক নিয়ন্ত্রণে আনতে লাগবে আরও ২৫ দিন! কীভাবে আগুন লাগল তিনসুকিয়াতে?

English summary
BJP plot to pull down Kamalnath Government exposes by Shivrah Sing Chowhan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X