For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভায় নির্মলা সীতারমনকে আক্রমণ! সৌগত রায়ের কাছে ক্ষমা চাওয়ার দাবি সংসদীয় মন্ত্রীর

বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে তৃণমূল সাংসদ সৌগত রায়কে। সোমবার এমনটাই দাবি তুলেছেন সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী। এদিকে আপত্তি ওঠার কারণে সৌগত রায়ের মন্তব্য সংসদের রেকর্ড থেকে বাদ দেওয়ার

  • |
Google Oneindia Bengali News

বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে তৃণমূল সাংসদ সৌগত রায়কে। সোমবার এমনটাই দাবি তুলেছেন সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী। এদিকে আপত্তি ওঠার কারণে সৌগত রায়ের মন্তব্য সংসদের রেকর্ড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মোদী সরকার কি চিনের নজরদারি সম্পর্কে সচেতন, প্রশ্ন তুলে চাপ বাড়াল কংগ্রেসমোদী সরকার কি চিনের নজরদারি সম্পর্কে সচেতন, প্রশ্ন তুলে চাপ বাড়াল কংগ্রেস

সংসদে নির্মলা সীতারমনকে আক্রমণ সৌগতের

সংসদে নির্মলা সীতারমনকে আক্রমণ সৌগতের

লোকসভায় ব্যাঙ্কিং রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিলের বিপক্ষে বলতে গিয়ে সৌগত রায় নির্মলা সীতারমনকে আক্রমণ করেন। এদিকে বিলের স্বপক্ষে বলতে গিয়ে নির্মলা বলেন, অন্য বিষয়ের ওপর মন্তব্য না করে যদি শুধুমাত্র সৌগত রায় শুনতেন।

পাল্টা আক্রমণ প্রহ্লাদ যোশীর

পাল্টা আক্রমণ প্রহ্লাদ যোশীর

পরে সংসদে বলতে উঠে পাল্টা আক্রমণ করেন প্রহ্লাদ যোশী। তিনি বলেন, একজন বর্ষীয়ান সদস্য কী বলছেন? মন্তব্যের জন্য সৌগত রায়ের নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

লোকসভায় থাকছে না কোশ্চন আওয়ার

লোকসভায় থাকছে না কোশ্চন আওয়ার

এদিন দিনের শুরুতে লোকসভা প্রস্তাব নেয় এবারের বর্ষাকালীন অধিবেশনে কোশ্চেন আওয়ার এবং প্রাইভেট মেম্বার্স বিজনেস থাকবে না। কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা এর তীব্র প্রতিবাদ করে বলেন, কোশ্চেন আওয়ার হল হাউজের গোল্ডেন আওয়ার।

প্রথমবারের জন্য বসেই কথা বললেন সাংসদরা

প্রথমবারের জন্য বসেই কথা বললেন সাংসদরা

লোকসভা ইতিহাসেই এদিনই প্রথমবার সাংসদরা লোকসভায় কথা বললেন, নিজেদের আসনে বসেই। করোনা ছড়ানো রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

English summary
BJP demands unconditional apology from Saugata Roy for his comments against Nirmala Sitharaman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X