For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিশন ২০১৯-এর ‘স্লোগান’ তৈরি বিজেপির, নয়া ‘মন্ত্র’-এ জয়ের কড়িলাভের মরিয়া চেষ্টা

২০১৯ লোকসভা ভোটের প্রাক্কালে নতুন স্লোগান তৈরি হল বিজেপির। দলীয় কর্মসমিতির বৈঠকে বিজেপি মিশন ২০১৯-এর জন্য নতুন স্লোগান তৈরি করল।

  • |
Google Oneindia Bengali News

২০১৯ লোকসভা ভোটের প্রাক্কালে নতুন স্লোগান তৈরি হল বিজেপির। দলীয় কর্মসমিতির বৈঠকে বিজেপি মিশন ২০১৯-এর জন্য নতুন স্লোগান তৈরি করল। এর আগে বিজেপিকে 'ভারত মাতা কি জয়' ও 'জয় শ্রীরাম' স্লোগান দিতে দেখা যেত। সেই তালিকায় যুক্ত হল আরও একটি স্লোগান- 'অজেয় বিজেপি'। আসন্ন পাঁচটি রাজ্যে বিধানসভা ভোটে ও আসন্ন লোকসভা ভোটে বিজেপি ওই স্লোগানে জয় নিশ্চিতের বার্তা দেবে।

মিশন ২০১৯-এর ‘স্লোগান’ তৈরি বিজেপির, নয়া ‘মন্ত্র’-এ জয়ের কড়িলাভের মরিয়া চেষ্টা

কংগ্রেস 'বন্দেমাতরম' স্লোগান দেয়। কমিউনিস্টরা দেন 'ইনক্লাব জিন্দাবাদ' স্লোগান। এই দুই স্লোগানই স্বাধীনতার আগে থেকেই চলে আসছে। বিজেপি বিস্তার লাভ করা থেকেই 'বন্দেমাতরম' স্লোগানের বদলে 'ভারত মাতা কি জয়' স্লোগানই বেশি ব্যবহার করত। আর সেইসঙ্গে জুড়েছিল 'জয় শ্রীরাম' স্লোগান।

মাঝে কমিউনিস্টরা বিপ্লবের বাংলায় নতুন এক স্লোগান এনেছিলেন। কমিউনিস্টরা স্লোগান তুলেছিলেন 'বিপ্লব দীর্ঘজীবী হোক'। আর এবার বিজেপি তাঁদের নয়া স্লোগান নিয়ে ঝাঁপিয়ে পড়তে চাইছেন ২০১৯-এ দিল্লির মসনদ দখল রাখতে। এর আগে ত্রিপুরায় 'চলো পাল্টাই' স্লোগান তুলে বাজিমাত করেছে বিজেপি।

[আরও পড়ুন:নভেম্বরের আগে কমবে না জ্বালানির দাম! দেখুন অতীত রেকর্ড কী বলছে ][আরও পড়ুন:নভেম্বরের আগে কমবে না জ্বালানির দাম! দেখুন অতীত রেকর্ড কী বলছে ]

তারপর থেকেই বাংলাতেও 'চলো পাল্টাই' আওয়াজ উঠতে শুরু করে। বাংলার রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেই সূত্র ধরে বাংলায় স্লোগান তোলেন 'এবার বাংলা, পারলে সামলা'। কিন্তু এদিন কর্মসমিতির বৈছক থেকে অমিত শাহর ২০১৯-এর লক্ষ্য নতুন স্লোগান স্থির করে দিলেন। প্রসঙ্গত, এদিন জোর গলায় অমিত শাহ জানান, ২০১৯ সালের ভোটে বিজেপি ফের একবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে। তাই এবার স্লোগান তোলা হবে 'অজেয় বিজেপি'।

[আরও পড়ুন:মোদী রামকৃষ্ণদেবের মতোই 'যুগাবতার'! তাই তাঁকেই আদর্শ করেছেন বিজেপি নেতা][আরও পড়ুন:মোদী রামকৃষ্ণদেবের মতোই 'যুগাবতার'! তাই তাঁকেই আদর্শ করেছেন বিজেপি নেতা]

অমিত শাহ বলেন, বিজেপির এদিনের বৈঠক থেকে সঙ্কল্প নেওয়া হয়েছে ২০১৪ সালের থেকেও বেশি আসন জিতে ক্ষমতায় আসতে হবে। গত লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি প্রথমবার কেন্দ্রে ক্ষমতায় আসে। সেটারই পুনরাবৃত্তি করতে মরিয়া বিজেপি। উল্লেখ্য, ২০১৯ লোকসভা নির্বাচনে জাতীয় সভাপতি অমিত শাহের নেতৃত্বেই বিজেপি লড়বে বলেও স্থির হয় বৈঠকে।

[আরও পড়ুন: ২০১৯ লোকসভা ভোটে বিজেপির নেতৃত্বে অমিতই, সিদ্ধান্ত বিজেপিতে ][আরও পড়ুন: ২০১৯ লোকসভা ভোটে বিজেপির নেতৃত্বে অমিতই, সিদ্ধান্ত বিজেপিতে ]

English summary
BJP creates new slogan of Party for 2019 Loksabha Election. Amit Shah expresses BJP’s new slogan to win again,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X