
হরিয়ানায় ত্রিশঙ্কু বিধানসভার আশঙ্কা, অকালি নেতা বাদলকে দুষ্মন্তের সঙ্গে দেখা করতে বলল বিজেপি
২০১৪ সালে প্রথমবার হরিয়ানাতে সরকার গঠন করেছিল বিজেপি। সেবার ছিল মোদী ঝড়। এবারও পরিস্থিতি অনেকটা এক। তবে এবার বিজেপির পরীক্ষা ক্ষমতা ধরে রাখার। সোমবার ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর বিজেপির সেই লক্ষ্যপূরণের কথা ভবিষ্যদ্বাণী করে বলেছিল অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা। তবে আজ সকালে ভোট গণনা শুরু হতেই প্রাথমিক প্রবণতা বলছে অনিয কথা। একক বৃহত্তম দল হিসাবে হরিয়ানাতে বিজেপি আবিরিভূত হলেও ম্যাজিক ফিগারের থেকে দূরে রয়ে গেছে মনোহরলাল খট্টররা। সেখানে দাঁত বসিয়েছে এক বছর পুরোনো রাজনৈতিক দল দুষ্মন্ত চৌতালার জননায়ক জনতা দল।

জেজেপি-র উত্থান
প্রাথমিক প্রবণতার নিরিখে দেখা যাচ্ছে ডবল ফিগারে চলে গেছে জেজেপি। পূর্ণাঙ্গ ফলাফল আসতে আসতে যদি এই প্রবণতা বজায় থাকে তবে চিন্তার ভাঁজ পড়বে বিজেপির কপালে। সেই কারণেই দুষ্মন্তকে নিজেদের দিকে টেনে সরকার গঠনের পথ মসৃণ করতে লেগে পড়ল বিজেপি। সূত্রের খবর এনডিএ সরিক শিরোমণি অকালি দলের নেতা প্রকাশ সিং বাদল ও সুখবির সিং বাদলকে ইতিমধ্যেই দুষ্মন্তের সঙ্গে কথা বলতে বলেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব।

কিংমেকার হতে চলেছেন দুষ্মন্ত
বর্তমান অবস্থায় জেজেপি-র কিংমেকার হওযার সম্ভাবনা প্রবল। কারণ ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় ম্যাজিক ফিগার ৪৬। প্রাথমিক প্রবণতা জারি থাকলে সেই সংখ্যা কেউ ছুঁতে পারবে না বলে মনে করা হচ্ছে। তখন দুষ্মন্ত চৌতালাই ছড়ি ঘোরাতে পারবেন। এমন কী বিজেপিকে আটকাতে কংগ্রেসের হাত ধরতে পারেন তিনি। চাইতে পারেন মুখ্যমন্ত্রীর পদ।

বিজেপিকে আটকাতে কংগ্রেসের ভরসার নামও দুষ্মন্ত
এদিকে খট্টর সরকারের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক ঝড় তুলেও শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল গণনার সকালে পিছিয়ে পড়েছে কংগ্রেস। নির্বাচনে কংগ্রেসের রণদীপ সিং সুরজেওয়ালা, কিরণ চৌধরী, কুলদীপ বিষ্ণোইর দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। তবে চৌতালার ভালো ফলে বিজেপিকে আটকানোর স্বপ্ন দেখতে শুরু করেছে কংগ্রেসও। রাজনৈতিক মহলের মত, কংগ্রেসের সেই স্বপ্নকে ভাঙতেই অকালি নেতাদের ময়দানে নামালো বিজেপি।
ত্রিশঙ্কু হতে চলেছে হরিয়ানা বিধানসভা! ফেল করল সিংহভাগ বুথ ফেরত সমীক্ষা