For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যসভা ভোটে যোগীর রাজ্যে নাটকীয় পরিস্থিতি! ১০ আসনের জন্য ১১ প্রার্থী বিজেপির

উত্তরপ্রদেশে রাজ্যসভা নির্বাচনে সম্মিলিত বিরোধী শক্তির সঙ্গে সরাসরি লড়াই বিজেপির। ১০ টি আসনে হচ্ছে লড়াই। এই দশটি আসনে লড়াইয়ে ১১ প্রার্থী দাঁড় করিয়েছে বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশে রাজ্যসভা নির্বাচনে সম্মিলিত বিরোধী শক্তির সঙ্গে সরাসরি লড়াই বিজেপির। ১০ টি আসনে হচ্ছে লড়াই। এই দশটি আসনে লড়াইয়ে ১১ প্রার্থী দাঁড় করিয়েছে বিজেপি।

রাজ্যসভা ভোটে যোগীর রাজ্যে নাটকীয় পরিস্থিতি

উত্তর প্রদেশে রাজ্যসভা নির্বাচনের জন্য বিজেপি প্রাথমিক ভাবে অরুণ জেটলি-সহ আট প্রার্থীর নাম ঘোষণা করেছিল। কিন্তু সবাইকে অবাক করে সম্মিলিত বিরোধী শক্তির সঙ্গে লড়াই করতে তারা আরও তিন প্রার্থীর নাম ঘোষণা করেছে।

৪০৫ আসনের বিধানসভায় বিজেপি ও তার সহযোগীদের আসন সংখ্যা ৩২৪। এই শক্তিতে আট প্রার্থীকে জিতিয়ে আনতে পারবে বিজেপি অন্যদিকে এসপির আসন সংখ্যা ৪৭। তারা এক প্রার্থীকে নির্বাচিত করার পরেও হাতে ১০ টি ভোট বেশি থাকবে। অন্যদিকে বিএসপির হাতে রয়েছে ১৯ টি আসন এবং কংগ্রেসের রয়েছে ৭ টি আসন। এসপি এবং কংগ্রেস মিলে বিএসপির এক প্রার্থীকে সমর্থনের কথা জানিয়েছে। আট প্রার্থীকে নির্বাচিত করার পরও বিজেপির হাতে ২৮ টি ভোট বেশি থাকবে।

সূত্রের খবর, বিজেপির আশঙ্কা তাদের ভোট ভাগ হয়ে যেতে পারে। ফলে বিরোধী প্রার্থী বেশি ভোট পেয়ে যেতে পারেন। তবে এমনটাও শোনা যাচ্ছে মনোনয়ন প্রত্যাহারের দিন অর্থাৎ বুধবার দুই বিজেপি প্রার্থীকে প্রত্যাহার করে নেওয়াও হতে পারে।

সোমবার সকালের দিকে আট প্রার্থীর মনোনয়ন দাখিলের পর, বিজেপির রাজ্য নেতৃত্বের তরফে দুই সাধারণ সম্পাদক বিদ্যাসাগর সোনকার এবং সলিল বিষ্ণই এবং গাজিয়াবাদের ব্যবসায়ী অনিল আগরওয়ালকে মনোনয়ন দাখিল করতে বলা হয়। সোনকার প্রাক্তন বিজেপি সাংসদ, বিষ্ণই কানপুরের আর্যনগর থেকে তিনবারের বিজেপি এমএলএ। অন্যদিকে আগরওয়াল বিজেপির খুব কাছের লোক।

বিজেপির তরফে বাড়তি তিন প্রার্থীর মনোনয়ন পেশের কথা প্রকাশ্যে আসতেই নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। বিজেপি রাজ্য সভাপতি জানিয়েছেন, তারা তাদের বাড়তি ভোট নষ্ট হতে দিতে চান না।

উপ মুখ্যমন্ত্রী দীনেশ শর্মা সংযুক্ত বিরোধীদের পশু এবং সার্কাসের সঙ্গে তুলনা করেন।

বিজেপি আট প্রার্থী দাঁড় করালে দশটি আসনের জন্য কোনও নির্বাচনের প্রয়োজন হত না। বিএসপি প্রার্থীও সহজেই নির্বাচিত হয়ে যেতেন। তাদের একমাত্র প্রার্থী জয়া বচ্চনকে আগেই মনোনয়ন দিয়েছে এসপি। বাড়তি ১০ টি ভোট তারা বিএসপি প্রার্থীকে দেওয়ার কথা জানিয়েছে।

English summary
BJP announces eleven names for election in ten Upper House seats from UP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X