For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রধান বিচারপতি পদে বসতে চলা এসএ বোবদের জীবনী এক নজরে

সব ঠিক থাকলে ভারতের নতুন প্রধান বিচারপতি হতে চলেছেন এস এ বোবদে। ৪৭তম প্রধান বিচারপতি হিসাবে তাঁর নাম কেন্দ্রের কাছে সুপারিশ করলেন বর্তমানের প্রধান বিচারপতির পদে থাকা রঞ্জন গগৈ।

Google Oneindia Bengali News

সব ঠিক থাকলে ভারতের নতুন প্রধান বিচারপতি হতে চলেছেন এস এ বোবদে। ৪৭তম প্রধান বিচারপতি হিসাবে তাঁর নাম কেন্দ্রের কাছে সুপারিশ করলেন বর্তমানের প্রধান বিচারপতির পদে থাকা রঞ্জন গগৈ।

এক নজরে বিচারপতি এসএ বোবদের জীবনী

প্রথম জীবন

১৯৫৬ সালে নাগপুরে জন্ম বিচারপতি এস এ বোবদের। নাগপুর বিশ্ববিদ্যালয় থেকেই আইন নিয়ে পড়াশোনা শেষ করেন তিনি। এরপর ১৯৭৮ সালে মহারাষ্ট্র বার কাউন্সিলে নথিভুক্ত হন। এরপর ১৯৮০ সাল ও ১৯৮৫ সালে মহারাষ্ট্রের অ্যাডভোকেট জেনারেল হিসাবে দায়িত্ব সামলান তিনি। বম্বে হাইকোর্টের অধীনে থাকা নাগপুর বেঞ্চ সহ সুপ্রিম কোর্টে দীর্ঘ ২১ বছর প্র্যাকটিস করার পর সিনিয়র অ্যাডভোকেটে পরিণত হন বোবদে। এরপর ২০০০ সালে বম্বে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্তি।

বিচারপতি হিসাবে দীর্ঘ অভিজ্ঞতা

বিচারপতি হিসাবে বম্বে হাইকোর্টে কাজ করেন বেশ কয়েক বছর। সেখান থেকে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে সপথগ্রহণ ২০১২ সালের ১৬ অক্টোবর। এর কয়েক মাস পরেই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে পদোন্নতি হয় তাঁর। ২০১৩ সালের ১২ এপ্রিল থেকে শীর্ষ আদালতে দায়িত্ব সামলেছেন এস এ বোবদে। এবার হতে চলেছেন দেশের প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে উল্লেখযোগ্য মামলাগুলি

  • আধার কার্ড সংক্রান্ত একটি মামলায় জস্তি চেলামেশ্বর ও চোক্কালিঙ্গম নাগাপ্পন সহ তিন বিচারপতির বেঞ্চের সদস্য ছিলেন বোবদে। বেঞ্চ সুপ্রিকোর্টের আগের একটি রায়কে পাল্টে জানিয়ে দেয় যে আধার কার্ড না থাকলেও ভারতীয় নাগরিক হিসাবে মৌলিক অধিকার পাবে যেকোনও ব্যক্তি।
  • দিল্লীর দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি জন্য আতসবাজি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন তিনি।
  • সম্প্রতী কাশ্মীর প্রসঙ্গে দায়ের হওয়া মামলা থেকে শুরু করে অযোধ্যা বিবাদ সংক্রান্ত মামলা, প্রত্যকটিতেই প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চে ছিলেন বরিষ্ঠ বিচারপতি এ এস বোবদে।

৪৭তম প্রধান বিচারপতি হওয়ার পথে

১৭ নভেম্বর প্রধান বিচারপতি হিসাবে মেয়াদ শেষ হতে চলেছে রঞ্জন গগৈয়ের। পরের দিনই শহথগ্রহণ করবেন নয়া প্রধান বিচারপতি। মেয়াদ শেষ হওয়ার আগে তাই সুপ্রিম কোর্টের রীতি মেনে আজ কেন্দ্রীয় সরকারের কাছে বিচারপতি বোবদের নাম প্রস্তাব করেন প্রধান বিচারপতি। আইনমন্ত্রক থেকে সেই প্রস্তাব পাঠানো হবে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার জন্য। সাধারণত সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতিকে পরবর্তীতে প্রধান বিচারপতি করা হয়। সেই মতই বোবদের নাম সুপারিশ করা হয়। রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পরেই আনুষ্ঠানিক ভাবে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি বোবদের নাম প্রকাশ করবে সরকার। ২০২১ সালের ২৩ এপ্রিল পর্যন্ত প্রধান বিচাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি এস এ বোবদে।

English summary
Biography of SA Bobde and his path to become chief justice of supreme court after Ranjan Gogoi recommended his name
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X