For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আক্রান্ত মুখ্যমন্ত্রীর বাসভবনের ৪০ জন কর্মী, উদ্বেগ জনক পরিস্থিতি রাজ্যের

করোনা আক্রান্ত মুখ্যমন্ত্রীর বাসভবনের ৪০ জন কর্মী, উদ্বেগ জনক পরিস্থিতি রাজ্যের

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসে আক্রান্ত বিহারের উপমুখ্যমন্ত্রী রেনু দেবী। সেই সঙ্গে করোনা সংক্রমিত হয়েছেন মুখ্যমন্ত্রীর নীতীশ কুমারের বাসভবনের ৪০ জন কর্মী। করোনা সংক্রমণ বিহারেরও ভয়াবহ আকার নিয়েছে। একের পর এক মন্ত্রী থেকে শুরু করে ভিভিআইপিরা করোনা ভাইরাসে আক্রান্ত হতে শুরু করে দিয়েছেন। আরও দুই মন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিহারে।

করোনা আক্রান্ত মুখ্যমন্ত্রীর বাসভবনের ৪০ জন কর্মী, উদ্বেগ জনক পরিস্থিতি রাজ্যের

উত্তর প্রদেশের মত বিহারেও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। করোনা সংক্রমণ ছড়িয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনেও। পাটনায় মুখ্যমন্ত্রীর বাসভবনের ৪০ জন কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারপরেই আতঙ্ক ছড়িয়েছে মুখ্যমন্ত্রীকে। যদিও নীতীশ কুমার এখনও করোনা ভাইরাসে সংক্রমিত হননি বলে জানা গিয়েছে। তবে নীতীশের মন্ত্রিসভার সদস্যরা করোনা ভাইরাসে আক্রান্ত হতে শুরু করে দিয়েছেন।

বিহারের উপমুখ্যমন্ত্রী রেনু দেবী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি নিজেই জানিয়েছেন করোনা আক্রান্ত হওয়ার কথা। সেই সঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন বিহারের আরও দুই মন্ত্রী অশোক চৌধুরী এবং সুনীল কুমার। পরিস্থিতি বিবেচনা করে নীতীশের মন্ত্রিসভার সব মন্ত্রীদের আরটিপিসিআর পরীক্ষা করাতে বলা হয়েছে। কারণ সামনেই মন্ত্রিসভার বৈঠক রয়েছে। তার আগে করোনা পরীক্ষা করে আসতে বলা হয়েছে মন্ত্রীদের।

যাঁদের মৃদু উপসর্গ রয়েছে তাঁদের হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে। এদিকে ডেডিইউ-র হেডকোয়ার্টার বন্ধ করে দেওয়া হয়েছে করোনা সংক্রমণের কারণে। পার্টির সর্বভারতীয় প্রেসিডেন্ট রাজীব রঞ্জন সিং এবং তাঁর সহযোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিহারের পাশের রাজ্য উত্তর প্রদেশে করোনা সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। ভোটমুখী উত্তর প্রদেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সব নির্বাচনী প্রচার বাতিল করেছে কংগ্রেস। রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর কোনও প্রচার হবে না বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে। গোটা দেশে করোনার থার্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে।

পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রের তরফে নতুন করে হোম আইসোলেশনের গাইডলাইন জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে ১৪ দিন নয় এখন ৭দিন হোম আইসোলেশনে থাকলেই হবে মৃদু উপসর্গের করোনা রোগীদের। সেই সঙ্গে যাঁরা করোনা আক্রান্ত তাঁদের চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। বাড়িতে ৩ লেয়ারের এন-৯৫ মাস্ক পরে থাকতে হবে। ৮দিন পর করোনা রিপোর্ট নেগেটিফ এলেই আইসোলেশন থেকে বেরিয়ে আসতে পারবেন আক্রন্ত রোগী। তবে কোমরবিডিটি রয়েছে এমন করোনা রোগীদের হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

English summary
Bihar CM Nitish Kumar's residence 40 staff corona infected
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X