For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সবধরনের সাহায্যের নির্দেশ নীতীশকুমারের, ট্রেন দুর্ঘটনায় কীভাবে চলছে উদ্ধার, দেখুন

বিহারের সোনপুর ডিভিশনের সাহাদাই বুজার্গ-এ সীমাঞ্চল এক্সপ্রেস লাইনচ্যূত হওয়ার ঘটনায় উদ্বেশ প্রকাশ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমার। তিনি এই ঘটনায় সব ধরনের সাহায্যের নির্দেশ দিয়েছেন।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

বিহারের সোনপুর ডিভিশনের সাহাদাই বুজার্গ-এ সীমাঞ্চল এক্সপ্রেস লাইনচ্যূত হওয়ার ঘটনায় উদ্বেশ প্রকাশ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমার। তিনি এই ঘটনায় সব ধরনের সাহায্যের নির্দেশ দিয়েছেন। প্রশাসনকে দুর্ঘটনাস্থলে প্রতিটি মানুষের জন্য় সব ধরনের সেবা প্রদান করার কথাও বলে দিয়েছেন। বিহারের বুকে এই রেল দুর্ঘটনা নিয়ে বিপুল উদ্বেগ ছড়িয়েছে। যে ভাবে ৯টি কামরা লাইনচ্যূত হয়ে পড়ে রয়েছে তাতে মৃত্যুর সংখ্যা বাড়ারই আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে সমস্যা হয় ভোররাতে দুর্ঘটনা হওয়ায় উদ্ধার কাজে বিলম্ব হয়। স্থানীয় মানুষরাই প্রথমে টর্চের আলো নিয়ে উদ্ধারে নামে।

রেলমন্ত্রী পীযূষ গোয়েলও জানিয়েছেন যে ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। দুর্ঘটনার শিকার যাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার চেষ্টা চলছে। রেলে জনসংযোগ আধিকারিকও জানিয়েছেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের অন্যত্র স্থানান্তর করা হচ্ছে বলেও রেল সূত্রে খবর।

ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল

ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল

সকাল পৌনে সাতটা নাগাদ সাহাদাই বুজার্গ-এর দুর্ঘটনাস্থলে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল পৌঁছে যায়। এরপর উদ্ধার কাজে আরও গতি আসে। এর আগে সাধারণ মানুষ হাতে হাত লাগিয়ে কামরায় আটকে থাকা যাত্রীদের বের করে আনছিলেন।

এসি কামরাতেও উদ্ধার কাজ

এসি কামরাতেও উদ্ধার কাজ

যোগবানী-আনন্দ বিহার টার্মিনাল সীমাঞ্চল এক্সপ্রেসে মোট ২৪টি কামরা থাকে। এরমধ্যে ৪টি কামরা এসি। এই এসি কামরার মধ্যে ২টি টু-টিয়ার এবং অপর দু'টি থ্রি-টিয়ার। এই এস কোচের মধ্যে বি-৩ কামরা লাইনচ্যূত হয়েছে। সেই কামরাতেই কাচের জানলা ভেঙে ভিতরে প্রবেশ করে এনডিআরএফ বাহিনীর জওয়ানরা। সেখান থেকে যাত্রীদের উদ্ধারের কাজ করছেন তাঁরা।

স্লিপার কামরাতে আটকে যাত্রীরা

স্লিপার কামরাতে আটকে যাত্রীরা

এই ছবিতে দেখা যাচ্ছে কীভাবে ট্রেনের কামরার মধ্যে আটকে আছেন যাত্রীরা। তাদের বের করে আনার চেষ্টা চলছে। ট্রেনের মেঝেতে পড়ে রয়েছেন এক যুবক। তার বুকে পাম্প করে জ্ঞান ফেরানো চেষ্টা চলছে।

রেলমন্ত্রীর নজরদারি

রেলমন্ত্রীর নজরদারি

রেলওয়ে বোর্ডের সদস্য এবং পূর্ব-মধ্য রেলের জেনারেল ম্যানেজারের সঙ্গে সমানে যোগাযোগ রেখে চলেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রেলমন্ত্রী। আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন তিনি।

রেলের বিবৃতি

রেলের বিবৃতি

রেলের অতিরিক্ত জনসংযোগ আধিকারিক স্মিতা ব্যাস জানিয়েছেন, এই মুহূর্তে সীমাঞ্চল এক্সপ্রেসের দূর্ঘটনায় উদ্ধার ও ত্রাণ কাজের উপরে জোর দেওয়া হয়েছে। মেডিক্যাল ভ্যান-সহ একদল চিকিৎসককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটো দলও ঘটনাস্থলে পৌঁছেছে।

এই রুটে বাতিল ট্রেন চলাচল

এই রুটে বাতিল ট্রেন চলাচল

সাহাদাই বুজার্গ রুটে যাতায়াত করা সমস্ত যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে। ছাপরামুখী সমস্ত ট্রেনকে মুজাফ্ফরপুর-ছাপরা রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: LIVE- সভায় কিছুক্ষণের জন্য আসছেন বুদ্ধদেব! জানালেন সিপিএম নেতা রবীন দেব][আরও পড়ুন: LIVE- সভায় কিছুক্ষণের জন্য আসছেন বুদ্ধদেব! জানালেন সিপিএম নেতা রবীন দেব]

লাইনচ্যূত ১১ কোচ, জলের তলায় ৩ কামরা

লাইনচ্যূত ১১ কোচ, জলের তলায় ৩ কামরা

যোগবানী-আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেসে মোট ২৪টি কামরা থাকে। এরমধ্যে ১১টি কোচ লাইনচ্যূত হয়েছে। তিনটি কোচ রেললাইনের পাশে থাকা খালের জলে ডুবে গিয়েছে। ফলে এই তিন কামরার যাত্রীদের মধ্যে কয় জন জীবীত আছেন তা নিয়ে আশঙ্কা ছড়িয়েছে।

[আরও পড়ুন:সীমাঞ্চল এক্সপ্রেসে মৃতের সংখ্যা ভয়াবহ আকার নিতে পারে, খালের জলে ডুবে ৩ কমরা][আরও পড়ুন:সীমাঞ্চল এক্সপ্রেসে মৃতের সংখ্যা ভয়াবহ আকার নিতে পারে, খালের জলে ডুবে ৩ কমরা]

নীতীশকুমারের উদ্বেগ

নীতীশকুমারের উদ্বেগ

সীমাঞ্চল এক্সপ্রেসের দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমার। তিনি প্রশাসনকে সবধরনের সাহায্য প্রদানের নির্দেশ দিয়েছেন।

[আরও পড়ুন: সবধরনের সাহায্যের নির্দেশ নীতীশকুমারের, ট্রেন দুর্ঘটনায় কীভাবে চলছে উদ্ধার, দেখুন ][আরও পড়ুন: সবধরনের সাহায্যের নির্দেশ নীতীশকুমারের, ট্রেন দুর্ঘটনায় কীভাবে চলছে উদ্ধার, দেখুন ]

English summary
Bihar Chief Minister Nistish Kumar has directed the administration to give all kind of support in Seemanchal Express derailment. Even he express his grief over the incident.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X