For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঠানকোট হামলার পর সেনা তৎপরতার জন্য পাঞ্জাবের কাছে টাকা চেয়েছিল মোদী সরকার, বিস্ফোরক দাবি ভগবন্ত মানের

পাঠানকোট হামলার পর সেনা তৎপরতার জন্য পাঞ্জাবের কাছে টাকা চেয়েছিল মোদী সরকার, বিস্ফোরক দাবি ভগবন্ত মানের

Google Oneindia Bengali News

পাঠানকোটের হামলার পর সেনা তৎপরতার জন্য পাঞ্জাবের কাছ থেকে টাকা েচয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে দাবি করেছেন ২০১৬ সালে পাঠানকোটে হামলার পর মোদী সরকার পাঞ্জাব সরকারের কাছে ৭.৬ কোটি টাকা দাবি করেছিল। তিনি দাবি করেছেন পাঠানকোটে যখন জঙ্গিরা হামলা চািলয়েছিল তখন তিনি মোদী সরকারের কাছ একটি চিঠি পেয়েছিলেন। তাতে ৭.৬ কোটি টাকা দাবি করা হয়েছিল পাঞ্জাব সরকারের কাছ থেকে।

পাঠানকোন নিয়ে বিতর্কিত মন্তব্য ভগবন্ত মানের

ভগবন্ত মান বলেছেন সেই চিঠিটি হাতে পাওয়ার পরেই তিনি রাজনাথ সিংয়ের কাছে ছুটে গিয়েছিলেন। তিনি কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীকে বলেিছলেন এই টাকা তাঁর সাংসদ তহবিল থেকে কেটে নেওয়া হোক। তবে তার আগে মোদী সরকারকে লিখিত দিতে হবে যে, পাঞ্জাব দেশের অংশ নয় এবং পাঞ্জাব ভারতের সেনা সহযোগিতা পেতে পারে না। তারপরেই তিনি মোদী সরকারের এই চিঠি মেনে নেবেন বলে জানিয়েছিলেন।

পাঠানকোন নিয়ে বিতর্কিত মন্তব্য ভগবন্ত মানের

ভগবন্ত মানের এই মন্তব্যের পরেই শোরগোল পড়ে যায় গিয়েছে রাজনৈতিক মহলে। ভগবন্ত মান দাবি করেছেন তাঁর সঙ্গে রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করতে সেসময় দিল্লিতে গিয়েছিলেন সাধু সিং। প্রসঙ্গত উল্লেখ্য ২০১৬ সালে হয়েিছল পাঠানকোট হামলা। পাক জঙ্গিরা হামলা চালিয়েছিল পাঠানকোলের সেনা ছাউনিতে। েসখানে ৭ জওয়ান মারা গিয়েছেন। বায়ু সেনা ছাউনির মধ্যে কিভাবে জঙ্গিরা প্রবেশ করল তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তারপরেই দেশবাসীর নজর ঘোরাতে উরি এয়ারস্ট্রাইক করান মোদী। পাকিস্তানের আকাশ সীমায় ঢুেক মিসাইল হামলা করে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়। এই পাঠানকোট সামলা আর উরি এয়ারস্ট্রাইককে সামনে রেখেই ২০১৯ সালের লোকসভা ভোটের আগে ভোট ব্যাঙ্ক বাড়িয়েছিলেন মোদী। এমনই দবি করে থাকে বিরোধীরা।

৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে এই প্রথম আম আদমি পার্টিকে ক্ষমতায় এনেছেন পাঞ্জাবের মানুষ। ৭০ বছর পর পাঞ্জাবে পরিবর্তন নিয়ে এসেছে। জনতার রায় নিয়েই আম আদমি পার্টি ভগবন্ত মানকেই মুখ্যমন্ত্রী পদে বসানো হয়েছে। পাঞ্জাবে বিজেপি তেমন কিছু করে উঠতে পারেনি। তার একমাত্র কারণ কৃষি আইন আর পাঞ্জাবকে জঙ্গি-সন্ত্রাসবাদের ডেরা বলে কটাক্ষ করেছিল। তার জেরেই বিজেপি তেমন কায়দা করতে পারেনি পাঞ্জাবে। ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় গলদ নিয়ে সরব হয়েছিল বিজেিপ। প্রধানমন্ত্রী মোদীর উপর হামলার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করা হয়।

English summary
Bhagwant Mann coment contro
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X