For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুসলিম পড়ুয়াদের ক্লাসের বাইরে পরীক্ষা দিতে বসানো হল! ভিনরাজ্যে বাঙালি স্কুল ঘিরে তোলপাড়

মুসলিম পড়ুয়াদের ক্লাসের বাইরে পরীক্ষা দিতে বসানো হল! ভিনরাজ্যে বাঙালি স্কুল ঘিরে তোলপাড়

  • |
Google Oneindia Bengali News

আরও এক ঘৃণ্য ঘটনার সাক্ষী থাকল দেশ। এবার ঘটনাস্থল মধ্যপ্রদেশের ইন্দোর। সেখানে কয়েকজন মুসলিম পড়ুয়াকে ক্লাসের বাইরে থেকে পরীক্ষা দিতে বলা হয়েছে। ক্লাস ১২ এর পরীক্ষার এই ঘটনা ঘিরে তোলপাড়।

 ভিন রাজ্যের বাঙালি স্কুলে

ভিন রাজ্যের বাঙালি স্কুলে

ভিন রাজ্য মধ্যপ্রদেশের এক বাঙালি স্কুলে মুসলিম পড়ুয়াদের ক্লাসের বাইরে বসে দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিতে বলা হয়। গত ৯ জুন ইন্দোরের নউলাখার এই ঘটনা ঘিরে রীতিমতো তোলপাড় গোটা দেশ।

 করোনার জের..!

করোনার জের..!

গোটা ঘটনা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। তাঁদের অভিভাবকরা অভিযোগ জানালেও লাভের লাভ হয়নি। এরপরই স্থানীয় সংবাদপত্রে খবরটি চাউর হতেই স্কুল কর্তৃপক্ষ নড়েচড়ে বসে।

 কী জানানো হয়েছে?

কী জানানো হয়েছে?

স্কুল কর্তৃপক্ষের সূত্রেরর খবর, করোনার জেরে নিজামুদ্দিনের ঘটনার কথা মাথায় রেখে এমনটা করা হয়েছে। উল্লেখ্য়, সেই ঘটনার কথা মাথায় রেখে অভাবে ধর্মীয় বিভেদ করে পরীক্ষা গ্রহণের ঘটনার তীব্র নিন্দা উঠে আসছে দেশের বিভিন্ন অংশ থেকে ।

 পরীক্ষার হল-অর সুপারিন্টেডেন্টের কোন দাবি?

পরীক্ষার হল-অর সুপারিন্টেডেন্টের কোন দাবি?

পরীক্ষার হল-এর সুপারিন্টেডেন্টের মতে , যে পরীক্ষার্থীদের বাইরে বসতে বলা হয়েছে, সেই পরীক্ষার্থীরা অনেকেই রেড জোন থেকে আসছেন। তাই তাঁদের জন্য এমনটা আয়োজন করা হয়েছে, যদিও প্রশ্ন উঠছে যে , অন্য হিন্দু পড়ুয়ারাও তো রেড জেন থেকে এসেছে, তাদের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হল? যার সদুত্তর এখনও মেলেনি।

কলকাতার রাজপথে নামল আরো বেশি সংখ্যক বাসকলকাতার রাজপথে নামল আরো বেশি সংখ্যক বাস

English summary
Bengali school in indoor forces few students to sit for class 12 exam outside hall based on religious division.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X