For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'প্রধানমন্ত্রীকে খুন হতে হবে বলিনি', দাবি করে মোদীর কাছে ক্ষমা প্রার্থনা কংগ্রেস নেতার

প্রধানমন্ত্রী সম্পর্কে বিতর্কিত মন্তব্য থেকে পিছু হঠলেন কংগ্রেস নেতা বেলুর গোপালাকৃষ্ণা। মঙ্গলবার তিনি নিজের বিতর্কিত মন্তব্য থেকে পুরোপুরি ইউটার্ন নিয়ে নেন।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী সম্পর্কে বিতর্কিত মন্তব্য থেকে পিছু হঠলেন কংগ্রেস নেতা বেলুর গোপালাকৃষ্ণা। মঙ্গলবার তিনি নিজের বিতর্কিত মন্তব্য থেকে পুরোপুরি ইউটার্ন নিয়ে নেন। তিনি দাবি করেন, 'প্রধানমন্ত্রীকে খুন হতে হবে, এমন কথা বলিনি।' বেলুর গোপালাকৃষ্ণার আরও দাবি, 'প্রধানমন্ত্রী পদের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। তাঁকে কীভাবে আমি একথা বলতে পারি। তবে গান্ধীজি-কে অপমান করা হলে আমি কীভাবে চুপ করে থাকতে পারি। আমি শুধু বলেছিলাম গান্ধীজির সঙ্গে যা হয়েছিল প্রধানমন্ত্রীর সঙ্গেও কি একই জিনিস হওয়া উচিত? আমার মন্তব্য কারোর ভাবাবেগ-কে আঘাত করে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।'

বিপাকে পরে পিছু হঠলেন কংগ্রেস নেতা

বেলুর গোপালাকৃষ্ণার এই ইউটার্ন যে কর্ণাটক কংগ্রেসের হস্তক্ষেপে তাতে কোনও সন্দেহ নেই। কোদ রাহুল গান্ধীও এমন মন্তব্যে উষ্মা প্রকাশ করেছিলেন। লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর মতো একটি সাংবাধিনিক পদকে উদ্দেশ্য করে বেলুর গোপালাকৃষ্ণ যে মন্তব্য করেছিলেন তা দায়িত্বৃজ্ঞানহীন-এর মতো বলেই মনে করছে কর্ণাটক কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তাই বেলুর যাতে মন্তব্যের প্রেক্ষিতে ক্ষমা চায় চার জন্য দলের মধ্যে থেকেই তাঁর উপরে চাপ বাড়ানো হচ্ছিল।

লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণায় আর বেশি দেরি নেই। যে কোনও মুহূর্তেই এই ঘোষণার আশা করছে রাজনৈতিক দলগুলি। ফলে এখন জনতা-জনার্দন অপছন্দ করে এমন মন্তব্য থেকে নেতাদের বিরত থাকতেই নির্দেশ দেওয়া হচ্ছে রাজনৈতিক নেতাদের। লোকসভা ভোটের আগে এমনিতেই দেশাত্মবোধের আবেগে মোদী এবং তাঁর বাহিনী অনেকটাই এগিয়ে গিয়েছে বলেও মনে করা হচ্ছে। সুতরাং, এমন পরিস্থিতিতে আলটপকা মন্তব্য মোদী বিরোধীদের পক্ষে বুমেরাং হতে পারে। সেই কারণেই বেলুর গোপালাকৃষ্ণা-কে দিয়ে তড়িঘড়ি ক্ষমা চাওয়ানো হল বলে মনে করা হচ্ছে।

English summary
Congress Leader of Karnataka Belur Gopalakrishnan apologies to Narendra Modi on his controversial statement. But he denied accepting that the word assassination was uttered by him.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X