For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সমুদ্র সৈকতে বিকিনি, পাব, ছোট পোশাক নিষিদ্ধ', গোয়া মন্ত্রীর মন্তব্যের ব্যাখ্যা চাইলেন মুখ্যমন্ত্রী

Google Oneindia Bengali News

পানাজি, ২ জুলাই: মহিলাদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করে মুখ্যমন্ত্রী মনোহর পরিক্করের কড়া নজরে পড়লেন গোয়ার মন্ত্রী সুদিন ধাবালিকর। গতকাল তিনি মন্তব্য করেছিলেন, মহিলাদের সমুদ্র সৈকতে বিকিনি পরা বা নাইটক্লাবে ছোট ছোট স্কার্ট পড়া উচিত না। আর এই মন্তব্য করেই বিতর্ক উস্কে দেন গোয়ার এই মন্ত্রী। কেন এধরণের মন্তব্য করেছেন তার ব্যাখ্যা ওই মন্ত্রীর কাছেই চেয়েছেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর অনুয়ায়ী, মঙ্গলবার রাতেই ধাবালিকরকে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী মনোহর পরিক্কর। এবং মন্ত্রীর কাছে জানতে চান কী ভেবে তিনি এই মন্তব্য করেছেন।

বিজেপির জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমান্তক পার্টির সদস্য ধাবালিক। মঙ্গলবার তিনি বলেন, নিজেদের নিরাপত্তার স্বার্থেই সমুদ্র সৈকতে মহিলাদের বিকিনি পরে ঘোরা উচিত নয়। ব্যক্তিগত কোনও মহিলাদের বিকিনি পরার বিরুদ্ধে আমি নই। তবে সাধারণ মানুষের জন্য যে জায়গা সেখানে অন্তত যেন এধরণের পোশাক না পরেন তাঁরা।

পূর্তমন্ত্রী কেন এধরণের মন্তব্য করেছেন তার ব্যাখ্যা চাইলেন গোয়ার মুখ্যমন্ত্রী

সমুদ্র সৈকতেই শুধু আটকে থাকেননি ধাবলিকর, পৌছে গিয়েছেন, নাইটক্লাবেও। তিনি বলেন, পাব সংস্কৃতি বা হইচই করে নিশিযাপন ভারতীয় সংস্কৃতির অঙ্গ নয়, আর আমরা পাশ্চাত্য সংস্কৃতির অণুকরণ করতে চাই না। তরুণ-তরুণীরা মদ্যপান করে যার ফলে রাজ্যের আইনশৃঙ্কলা পরিস্থিতি মাঝেমধ্যেই বিপন্ন হয়। আমাদের বোন ও মেয়েরা বিগড়ে যাচ্ছে। আগে গোয়া মন্দির ও গীর্জার শহর ছিল। আমরা এখানে পাব বা ক্লাব পর্যটন চাই না। তরুণ মেয়েরা ক্লাবে ছোট ছোট পোশাক পরে যায় যা আমাদের সংস্কৃতি বিরুদ্ধ। আমরা যদি এটাকে অনুমোদন করি তাহলে গোয়ার সংস্কৃতি কোথায় পৌছবে? এই অপসংস্কৃতি অবশ্যই বন্ধ করতে হবে আমাদের।

সূত্রের খবর অনুযায়ী, এই ঘটনায় মর্মাহত হয়েছেন মুখ্যমন্ত্রী মনোহর পরিক্কর। তাঁর রাজ্যের মন্ত্রীর এহেন মন্তব্যের কড়া বিরোধ করেছেন তিনি। প্রয়োজনে ধাবালিকরকে প্রকাশ্যে তাঁর মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশও দিতে পারেন মুখ্যমন্ত্রী।

English summary
'Ban Bikinis, Short Skirts and Pubs': Goa Minister Asked to Explain Comments
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X