For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর ইস্যুতে হুন্ডাই-কেএফসির আউটলেট এবং শোরুমের সামনে বিক্ষোভে বজরং দল

কেএফসি, ডোমিনজ, পিজ্জা হাট, হুন্ডাই মোটর সহ কিয়া মোটর সংস্থার আউটলেট এবং শোরুমের সামনে বিক্ষোভে বজরং দল। গুজরাতের আহমেদাবাদ শহরের একাধিক দোকানের সামনে এই বিক্ষোভ দেখানো হয় আজ শনিবার। কাশ্মীর ইস্যুতে এই সমস্ত কোম্পানি সোশ

  • |
Google Oneindia Bengali News

কেএফসি, ডোমিনজ, পিজ্জা হাট, হুন্ডাই মোটর সহ কিয়া মোটর সংস্থার আউটলেট এবং শোরুমের সামনে বিক্ষোভে বজরং দল। গুজরাতের আহমেদাবাদ শহরের একাধিক দোকানের সামনে এই বিক্ষোভ দেখানো হয় আজ শনিবার। কাশ্মীর ইস্যুতে এই সমস্ত কোম্পানি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে।

আউটলেট এবং শোরুমের সামনে বিক্ষোভে বজরং দল

আর এরপরেই কার্যত আজ এই বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, এই সমস্ত সংস্থাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। শুধু তাই নয়, কাশ্মীর ভারতেরই অবিচ্ছেদ্য অংশ এটা মানতে হবে বলেও দাবি তোলেন বজরং দলের সদস্যরা।

পাঁচ ফেব্রুয়ারি কাশ্মীর ইস্যুতে পাকিস্তান 'Kashmir Solidarity Day' পালন করে থাকে। আর এদিনে এই সমস্ত সংস্থাগুলিও সোশ্যাল মিডিয়াতে কার্যত বিতর্কিত পোস্ট করে। যা নিয়ে ক্ষুব্ধ ভারত সরকারও। শুধু তাই নয়, এই ঘটনায় ক্ষুব্ধ ভারতীয়রাও। পাকিস্তানের ব্যবসা করা এই সমস্ত সংস্থা এই বিষয়েই মুলত পোস্ট করে।

আর এরপরেই এই বিক্ষোভ। গুজরাতের আহমেদাবাদের একাধিক শহরে থাকা কেএফসি, ডোমিনজ, পিজ্জা হাট, হুন্ডাই মোটর সহ কিয়া মোটর সংস্থার আউটলেট এবং শোরুমের দোকানের সামনে এই বিক্ষোভ চলে বজরং দলের।

শুধু বজরং দলের সদস্যরাই নয়, বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরাও এই বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীদের আরও দাবি, পাকিস্তানে ব্যবসা করা কোনও ব্যবসায়ীকে ভারতে ব্যবসা করতে দেওয়া হবে না। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় হুন্ডাই পাকিস্তানের এই কাণ্ড দেখে, বিশেষ করে ভারতীয় ভূখণ্ডে হস্তক্ষেপের অভিযোগ করে সরব হন অনেকেই।

তারা দক্ষিণ কোরিয়ার এই সংস্থার বিভিন্ন টুইটার হ্যান্ডেল ট্যাগ করে প্রতিবাদ জানাতে থাকেন। পাশাপাশি তারা প্রশ্ন করেন হুন্ডাই কাশ্মীর নিয়ে পাকিস্তানের অবস্থানকে সমর্থন করে কিনা।

এই পরিস্থিতিতে অনেকেই উল্লেখ করেছেন পাকিস্তানে কতজন হুন্ডাইয়ের গাড়ি ব্যবহার করে আর ভারতে কতজন। স্বাভাবিক ভাবেই ভারতে পাকিস্তানের থেকে কয়েকগুণ বেশি হুন্ডাইয়ের ব্যবহারকারী রয়েছেন। টুইটার ব্যবহারকারীরা দেশে হুন্ডাইকে বয়কটের ডাক দিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন।

অনেকেই ট্যাগ করেছেন প্রধানমন্ত্রীর অফিস থেকে শুরু করে বিদেশমন্ত্রকেও। সেখানে দক্ষিণ কোরিয়ার এই সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবিও করা হয়েছে।

English summary
Bajrang Dal protest at Hyundai KFC showroom for kashmir issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X