For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ পর্যন্ত, মঙ্গলবার হবে মহারাষ্ট্রের মন্ত্রিসভা সম্প্রসারণের কাজ

Array

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন সরকারের বহু প্রতীক্ষিত মন্ত্রিসভার সম্প্রসারণ মঙ্গলবার হতে পারে বলে খবর মিলছে। দলের একটি সূত্র মারফত খবর মিলছে যে মন্ত্রীসভা সম্প্রসারণ ১১ টায় হতে পারে। শাসক শিবিরের ১২ থেকে ১৫ জন বিধায়ক বিধানসভার সেন্ট্রাল হলে শপথ গ্রহণ করবেন বলে খবর মিলছে। মন্ত্রীসভায় বর্তমানে শিন্ডে এবং ফড়নবীশ রয়েছে। বাকিদের নাম ধীরে ধীরে জানা যাবে।

শেষ পর্যন্ত, মঙ্গলবার হবে মহারাষ্ট্রের মন্ত্রীসভা সম্প্রসারণের কাজ

শিন্ডে তার প্রাক্তন বস উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ করার মাঝে তাঁর ডেপুটি হিসাবে নেন বিজেপির দেবেন্দ্র ফড়নবীশকে। সেই বিদ্রোহ করার পরে শীর্ষ পদের দায়িত্ব গ্রহণ করেন। এটি শিবসেনা সুপ্রিমো পদত্যাগ করার একদিন পরের ঘটনা। শিন্দে সেনা পদে একটি বড় বিদ্রোহের নেতৃত্ব দেন বিজেপি শাসিত অসম থেকে। বিজেপির এক সিনিয়র নেতা জানিয়েছেন, আগামীকাল মুম্বইয়ে মন্ত্রিসভা সম্প্রসারণ হবে। তিনি আরও বলেন, "আমি এ সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারছি না এবং এও জানিনা যে কে কে ক্যাবিনেটে থাকবেন," ।

সাম্প্রতিক অতীতে, মন্ত্রিসভা সম্প্রসারণের ইস্যুতে ফড়নবীশ এবং শিন্ডে একাধিকবার দিল্লি সফর করেছেন বলে জানা গিয়েছে। গত সপ্তাহে, প্রতিবেদনে বলা হয়েছে যে মহারাষ্ট্রের মন্ত্রীসভা আগামী সপ্তাহে সম্প্রসারিত হতে চলেছে এবং এতে ১৫ জনের মতো মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হবে এতে। ফড়নবীশ গুরুত্বপূর্ণ হোম পোর্টফোলিও পেতে পারেন।

শনিবার, শিন্ডে বলেছিলেন যে মন্ত্রী পরিষদের সম্প্রসারণে বিলম্বের কারণে রাজ্য সরকারের কার্যকারিতা কোনওভাবেই প্রভাবিত হয়নি এবং শীঘ্রই আরও মন্ত্রীদের অন্তর্ভুক্ত করা হবে। এর আগে, ফড়নবীশ সাংবাদিকদের বলেছিলেন, "মহারাষ্ট্র মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটবে তার আগে আপনি কল্পনাও করতে পারবেন না।" কিছু প্রতিবেদন অনুসারে, এটি ১৫ অগাস্টের আগে করা হবে।

এদিকে বিহারেও মহারাষ্ট্রের ফর্মুলা প্রয়োগ করা হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। সূত্রের খবর অনুযায়ী আরসিপি সিং-এর সঙ্গে জেডিইউ বিধায়কদের একটা অংশের যোগাযোগ রয়েছে। ফলে আরসিপি সিং বিহারের একনাথ শিন্ডে হয়ে উঠতে পারবেন কিনা, তা সময়ই বলবে। সেই পরিস্থিতি তৈরি হলে জেডিইউকে আরজেডি ও কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে হবে এবং বিজেপির মোকাবিলা করতে হবে। একটা সময়ে আরসিপি সিংকে নীতীশ কুমারের খুব কাছের বলে মনে করা হত। কিন্তু তিনি পদত্যাগ করার পরে নীতীশ কুমারের উচ্চাকাঙ্খা নিয়ে কটাক্ষ করে বলেন, সাতবার জন্ম নিলেও তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না।

বাংলার পর এবার মহারাষ্ট্র, টেটে বিরাট দুর্নীতি নিয়ে মামলা দায়ের ইডির বাংলার পর এবার মহারাষ্ট্র, টেটে বিরাট দুর্নীতি নিয়ে মামলা দায়ের ইডির

English summary
eknath shinde's government will get its ministers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X