For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার ঊর্ধ্বগামী গ্রাফ, একদিনে রেকর্ড মৃত্যু ৩,৭৮০ জনের এবং নতুন করে আক্রান্ত ৩.‌৮২ লক্ষ

করোনার ঊর্ধ্বগামী গ্রাফ, একদিনে রেকর্ড মৃত্যু ৩,৭৮০ জনের এবং নতুন করে আক্রান্ত ৩.‌৮২ লক্ষ

Google Oneindia Bengali News

দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভের তীব্র সংক্রমণ দেশবাসীর মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিনই দৈনিক আক্রান্তের সংখ্যা নতুন রেকর্ড গড়ছে। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩,৭৮০ জনের এবং মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২,২৬,১৮৮–তে এবং নতুন করে কোভিড–১৯–এ আক্রন্ত হন ৩,৮২,৩১৫ জন।

করোনার ঊর্ধ্বগামী গ্রাফ, একদিনে রেকর্ড মৃত্যু ৩,৭৮০ জনের এবং নতুন করে আক্রান্ত ৩.‌৮২ লক্ষ


দেশে মোট নতুন করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছেছে ২,০৬,৬৫,১৪৮–এ। নিয়মিতভাবে বৃদ্ধি হওয়ায় দেশে সক্রিয় করোনা কেস বেড়ে দাঁড়িয়েছে ৩৪,৮৭,২২৯–এ, যা মোট সংক্রমণের ১৬.‌৮৭ শতাংশ। অন্যদিকে জাতীয় কোভিড–১৯ সুস্থতার হার ৮২.‌০৩ শতাংশ। বুধবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী।

মমতার শপথের দিনেই হিংসা বন্ধে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি তৃণমূল সাংসদের, এক বিশেষ সম্প্রদায়ের নামে অভিযোগ মমতার শপথের দিনেই হিংসা বন্ধে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি তৃণমূল সাংসদের, এক বিশেষ সম্প্রদায়ের নামে অভিযোগ

ভারতে করোনা ভাইরাসে সুস্থ হয়ে উঠেছেন ১,৬৯,৫১,৭৩১ জন এবং মৃতের হার হ্রাস পেয়ে ১.‌০৯ শতাংশে দাঁড়িয়েছে। ভারতের কোভিড–১৯ সংক্রমণের সংখ্যা গত বছরের ৭ অগাস্ট ২০ লক্ষ পেরিয়ে যায়, তিনদিনের মধ্যে ২৩ অগাস্ট ৩০ লক্ষ অতিক্রম করে, ৫ সেপ্টেম্বরের মধ্যে তা ৪০ লক্ষে পৌঁছায় এবং ১৬ সেপ্টেম্বরের মধ্যে ৫০ লক্ষ ছুঁয়ে নেয়। এরপর ৬০ লক্ষের শিখরে পৌঁছায় ২৮ সেপ্টেম্বর, ১১ অক্টোবর তা লাফিয়ে চল এযায় ৭০ লক্ষে, ২৯ অক্টোবরে তা ৮০ লক্ষ, ৯০ লক্ষে পৌঁছায় ২০ নভেম্বর এবং ১৯ ডিসেম্বরের মধ্যেই এক কোটিতে পৌঁছে যায় সংক্রমণ। ভারত এ বছরের ১৯ এপ্রিল দেড় কোটির মাইলস্টোন অতিক্রম করে এবং ৪ মে তা ২ কোটিতে গিয়ে থামে। আইসিএমআরের মতে, ৫ মে পর্যন্ত ২৯,৪৮, ৫২,০৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে মঙ্গলবারই ১৫,৪১,২৯৯টি নমুনা পরীক্ষা করা হয়।

English summary
In India, 3,780 people died in a one day in covid-19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X