For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসমের নাগরিকপঞ্জীর খসড়া প্রকাশ! আরও লক্ষাধিক নাম বাদ

অসমের নাগরিক পঞ্জীর খসড়ায় ফের প্রায় একলক্ষ বাসিন্দার নাম বাদ। এবার বাদ পড়েছে ১,০২,৪৬২ জনের নাম। খবর সংবাদ সংস্থা সূত্রে।

  • |
Google Oneindia Bengali News

অসমের নাগরিক পঞ্জীর খসড়ায় ফের প্রায় একলক্ষ বাসিন্দার নাম বাদ। এবার বাদ পড়েছে ১,০২,৪৬২ জনের নাম। খবর সংবাদ সংস্থা সূত্রে। এর আগে তালিকা থেকে প্রায় ৪০ লক্ষ বাসিন্দার নাম বাদ পড়েছিল। ৩১ জুলাই অসমের নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে সুপ্রিম কোর্টে। গতবছর প্রকাশিত খসড়ায় এইসব বাসিন্দার নাম থাকলেও পরে তাঁরা অযোগ্য বলে বিবেচিত হয়েছেন।

অসমের নাগরিকপঞ্জীর খসড়া প্রকাশ! আরও লক্ষাধিক নাম বাদ

গতবছর এনআরসির খসড়া প্রকাশিত হয়েছিল ৩০ জুলাই। ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে ২.৯ কোটি বাসিন্দার নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। প্রায় ৪০ লক্ষ মানুষের নাম বাদ যাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

এনআরসির কোঅর্ডিনেটরের বক্তব্য অনুযায়ী, ২০০৩ সালের সিটিজেনশিপ আইনের ৫ নম্বর ধারা অনুযায়ী, এই তালিকা প্রকাশ করা হয়েছে।

সুপ্রিম কোর্টে তত্ত্বাবধানে অসমে এনআরসির কাজ চলছে। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩১ জানুয়ারি।

[আরও পড়ুন: সিপিএম রাস্তার কুকুর, মন্ত্রীর বিতর্কিত মন্তব্য! রুচিবোধ নিয়ে প্রশ্ন রাজ্যের প্রাক্তন শাসকদলের][আরও পড়ুন: সিপিএম রাস্তার কুকুর, মন্ত্রীর বিতর্কিত মন্তব্য! রুচিবোধ নিয়ে প্রশ্ন রাজ্যের প্রাক্তন শাসকদলের]

এদিন প্রকাশিত তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের ব্যক্তিগতভাবে বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে। সঙ্গে কারণও উল্লেখ করা হবে।

[আরও পড়ুন: বীরভূম থেকে মেদিনীপুর, কাটমানি উত্তাপে জেরবার বিভিন্ন জেলায় শাসক দলের কেষ্টবিষ্টুরা ][আরও পড়ুন: বীরভূম থেকে মেদিনীপুর, কাটমানি উত্তাপে জেরবার বিভিন্ন জেলায় শাসক দলের কেষ্টবিষ্টুরা ]

English summary
Assam releases an additional exclusion list consisting of names of 1,02,462 persons to the draft NRC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X