For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উত্তাল অসম, কার্ফু উপেক্ষা করে পথে নামল মানুষ

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে ফুঁসছে অসম। গতকালই বনধ পালিত হয়েছে উত্তর পূর্বের সব রাজ্যে। তার মধ্যে অসমই ছিল সবচেয়ে বেশি উত্তেজনা প্রবন।

Google Oneindia Bengali News

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে ফুঁসছে অসম। গতকালই বনধ পালিত হয়েছে উত্তর পূর্বের সব রাজ্যে। তার মধ্যে অসমই ছিল সবচেয়ে বেশি উত্তেজনা প্রবন। রােত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের বাড়িতে পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুয়াহাটি শহর জুড়ে কার্ফু জারি করা হয়েছে। কিন্তু কার্ফু উপেক্ষা করেই রাস্তায় নেমেছেন প্রতিবাদীরা।

জ্বলছে অসম

জ্বলছে অসম

বৃহস্পতিবার সকাল থেকেই উত্তাল হয়ে উঠেছে অসম। বিশেষ করে রাজধানী গুয়াহাটি প্রতিবাদীদের বিক্ষোভের জেরে জ্বলছে। কার্ফু উপেক্ষা করে শ'য়ে শ'য়ে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে শুরু করেছেন। অল অসম স্টুডেন্ট ইউনিয়ন, কৃষক মুক্তি সংগ্রাম সমিতি সহ একাধিক সংগঠন সাধারণ মানুষকে রাস্তায় নেমে আন্দোলনে ামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। রাস্তায় প্রতিবাদীদের মিছিল আটকালে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। শহরের রাস্তায় ফ্ল্যাগ মার্চ করছে সেনাবাহিনী। অসমের একাধিক শহরে পথ অবরোধের জেরে আটকে পড়েছে বহু গাড়ি। ৬টিরও বেশি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত প্রতিবাদীরা। রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি এবং এজিপি নেতাদের বাড়িতে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা। ডিব্রুগড়, সদ্যা, তেজপুরের আরএসএসের দফতরে হামলা চালানো হয়েছে।

 মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা

মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা

রাতেই ডিব্রুগড়ে কার্ফু জারি করা হয়েছে। কিন্তু তারপরেও রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের বাড়িতে পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। এমনকী কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলির বাড়িতেও হামলা চালানো হয়েছে। একাধিক শহরে বিজেপি এবং আরএসএস কার্যালয়ে হামলা চালানোর ঘটনা ঘটেছে। অসমের একাধিক শহরে চলছে এই বিক্ষোভ আন্দোলন।

বিপাকে বিজেপি

বিপাকে বিজেপি

এনআরসি চালু করে অসমে যতটা জনপ্রিয়তা পেয়েছিল বিজেপি, নাগরিকত্ব সংশোধনী বিল পাস করিয়ে ঠিক ততটাই বেকায়দায় পড়েছে তারা। বিজেপির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে অসম। বাংলাদেশিদের নাগরিকত্ব প্রদানের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে উত্তর পূর্বের এই রাজ্য। এই পাশার চাল যে উল্টো প্রভাব ফেলবে সেটা বুঝে উঠতে পারেননি অমিত শাহরা। বিক্ষোভ এতটাই প্রচণ্ড যে রাজ্যের বিজেপি সরকার বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই বিলের কারণেই অসম ফের হাত ছাড়া হতে পারে বিজেপির। এমনই আশঙ্কা করা হচ্ছে।

English summary
Assam boiling over Citizenship Amendment bill
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X