For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গান্ধীর হত্যাকারীকে কখনই হিরো হিসাবে তুলে ধরা ঠিক নয়! মোদীকে বার্তা Asaduddin Owaisi-এর

নাথুরাম গডসেকে নিয়ে এবার প্রকাশ হতে চলেছে সিনেমা। যা নিয়ে যাবতীয় বিতর্ক। এবার এই বিষয়ে কথা বললেন সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি।

  • |
Google Oneindia Bengali News

নাথুরাম গডসেকে নিয়ে তৈরি সিনেমার উপর নিষেধাজ্ঞা জারি করার আবেদন AIMIM সুপ্রিমো Asaduddin Owaisi-এর। কেন্দ্রীয় সরকার যাতে এই বিষয়ে ব্যবস্থা নেয় তেমনটাই আবেদন জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, গুজরাত দাঙ্গা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর তৈরি বিবিসির তথ্যচিত্রের প্রসঙ্গ টেনেছেন AIMIM সুপ্রিমো।

মোদীকে বার্তা Asaduddin Owaisi-এর

তাঁর দাবি, যেভাবে ওই তথ্যচিত্রটি ব্লক করা হয়েছে সেভাবে গোডসের উপর তৈরি সিনেমার উপরেও নিষেধাজ্ঞা জারির কথা বলছেন।

সম্প্রতি একটি সভায় বক্তব্য রাখেন Asaduddin Owaisi। আর সেই সভা থেকেই একাধিক ইস্যুতে মোদী সরকারকে তীব্র আক্রমণ শানান তিনি। আর সেখানেই গডসে সিনেমা নিয়ে ভারত সরকারকে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া উচিৎ বলে মন্তব্য করেন তিনি। এমনকি কোনও সিনেমা হলেই তা রিলিজ করতে দেওয়া উচিৎ না বলেও মন্তব্য ওয়াইসির।

তাঁর দাবি, মোদী সরকার ঔপনিবেশিক যুগের আইনের উপর ভিত্তি করে ইউটিউব এবং টুইটারে বিবিসির তথ্যচিত্রটি ব্লক করে দিয়েছে। শুধু তাই নয়, নাথুরাম গডসেকে নিয়ে প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতাদের বক্তব্য কি তাও জানতে চাই বলে আওয়াজ তোলেন আসাদউদ্দিন। তাঁর দাবি, মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন গডসে। তাহলে স্বাধীন ভারতের সবথেকে বড় সন্ত্রাসবাদী তাহলে কে? প্রশ্ন ওয়াইসির।

শুধু তাই নয়, গোডসের উপর সিনেমা তৈরি হচ্ছে আজ। আর সেই সিনেমা দেখার জন্য মানুষকে কী বললেন প্রধানমন্ত্রী। তা নিয়েও প্রশ্ন সাংসদের। আর তা বলতে গিয়ে আসাদউদ্দিনের দাবি, অবিলম্বে গডসের উপর রিলিজ হতে চলা সিনেমার উপর নিষেধাজ্ঞা জারি করা হোক। আর যে আইনের সাহায্যে বিবিসির তৈরি ডকুমেন্ট্রি নিষিদ্ধ করা হয়েছে সেই আইনে এই সিনেমাও বন্ধ করার দাবি জানিয়েছেন।

শুধু তাই নয়, এই বিষয়ে অবিলম্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়েছেন AIMIM সুপ্রিমো। গান্ধীর হত্যাকারীকে কখনই হিরো হিসাবে তুলে ধরা ঠিক নয় বলেও দাবি তাঁর। এই বিষয়ে সম্পূর্ণ চুপ বিজেপি। ওয়েইসির কথা মতো, মহাত্মা গান্ধীর থেকে নরেন্দ্র মোদী কখনই বড় হতে পারে বলেও মন্তব্য করেছেন আসাদউদ্দিন।

বলে রাখা প্রয়োজন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্র ব্লক করে দেওয়া হয়েছে টুইটার এবং ইউ টিউব থেকে। নরেন্দ্র মোদী যে সময়ের গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময়কার, আরও স্পষ্ট ভাবে বলতে গেলে গুজরাত দাঙ্গার বেশ কিছু স্পর্শকাতর বিষয় ওই তথ্যচিত্রে তুলে ধরা হয়। আর সেই সিরিজ নিয়েই ক্ষোভ উগরে দেয় কেন্দ্রীয় সরকার। আর এরপরেই ওই নির্দেশ। আর সেই বিষয়টিকে তুলে ধরেই মোদীকে তোপ আসাদের।

English summary
Asaduddin Owaisi says Godse, who killed Gandhi ji should not be glorified
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X