For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরনোর সঙ্গে পাল্লা দিয়ে দেশে কোভিডের দু’‌টি স্ট্রেন, ভিন্ন প্রজাতির করোনা নিয়ে জেনে নিন সব তথ্য

পুরনোর সঙ্গে পাল্লা দিয়ে দেশে কোভিড–১৯–এর দু’‌টি স্ট্রেন

Google Oneindia Bengali News

দেশে পুরনো করোনা ভাইরাসের সঙ্গে সঙ্গেই তিন রাজ্যে দেখা দিয়েছে কোভিডের দুটি ভিন্ন প্রজাতি। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে এই তথ্য। জানা গিয়েছে, মহারাষ্ট্র ও কেরল মিলিয়ে মোট ৫০ হাজার কেস বা ৭৫ শতাংশ কেসের অবদান রয়েছে দেশের মোট করোনা সংক্রমণে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, কেরলে করোনা কেসের সংখ্যা ৩৭.‌৮৫ শতাংশ এবং মহারাষ্ট্রে ৩৬.‌৮৭ শতাংশকোভিড–১৯ কেস। যদিও স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে সংক্রমণের নতুন ওয়েভের জন্য তারা দায়ি বলে প্রমাণ করার মতো কোনও প্রমাণ নেই।

ভারতে কি করোনা ভাইরাসের নতুন প্রজাতি সনাক্ত হয়েছে?‌

ভারতে কি করোনা ভাইরাসের নতুন প্রজাতি সনাক্ত হয়েছে?‌

হ্যাঁ, মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে নোভেল করোনা ভাইরাসের দু'‌টি নতুন প্রজাতি ভারতে সনাক্ত হয়েছে। একটি হল এন৪৪০কে ও অপরটি হল ই৪৮৪কে।

এই দু’‌টি প্রজাতির সঙ্গে কি ভারতের যোগ রয়েছে?‌

এই দু’‌টি প্রজাতির সঙ্গে কি ভারতের যোগ রয়েছে?‌

না, এই দুই প্রজাতির করোনা ভাইরাস নতুনও নয় আবার ভারতেরও নয়। আইসিএমআরের ডিরেক্টর-জেনারেল ডাঃ বলরাম ভার্গভ বলেন, '‌এই দুই ভাইরাস স্ট্রেন অন্য দেশেও সনাক্ত হয়েছে এবং এটি ভারতের নয়। যদিও ভারতের কিছু রাজ্যে এই দুই স্ট্রেনের সন্ধান মিলেছে।'‌

 করোনার দুই প্রজাতি কোন কোন রাজ্যে মিলেছে?‌

করোনার দুই প্রজাতি কোন কোন রাজ্যে মিলেছে?‌

মহারাষ্ট্র, কেরল ও তেলঙ্গানা এই তিন রাজ্যে পাওয়া গিয়েছে।

ভারতে এখনও পর্যন্ত কতগুলি নতুন স্ট্রেন করোনা ভাইরাসের পাওয়া গিয়েছে?‌

ভারতে এখনও পর্যন্ত কতগুলি নতুন স্ট্রেন করোনা ভাইরাসের পাওয়া গিয়েছে?‌

এনও পর্যন্ত পাঁচটি করোনা ভাইরাসের স্ট্রেন পাওয়া গিয়েছে। এন৪৪০কে, ই৪৮৪কে, ব্রিটেনের স্ট্রেন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের স্ট্রেন পাওয়া গিয়েছে এই দেশে।

নতুন স্ট্রেন কি কোনওভাবে দায়ি দেশে নতুন সংক্রমের ওয়েভের জন্য?‌

নতুন স্ট্রেন কি কোনওভাবে দায়ি দেশে নতুন সংক্রমের ওয়েভের জন্য?‌

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে সংক্রমণের নতুন ওয়েভের জন্য তারা দায়ি বলে প্রমাণ করার মতো কোনও প্রমাণ নেই।

নতুন ভাইরাসের স্ট্রেনে এখনও পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছেন

নতুন ভাইরাসের স্ট্রেনে এখনও পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছেন

মঙ্গলবার নীতি আয়োগের সদস্য (‌স্বাস্থ্য)‌ ডাঃ ভিকে পাল জানিয়েছেন যে ভারতে ১৯৪ জন ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। আইসিএমআরের ডিজি ডাঃ বলরাম ভার্গভ বলেন, '‌এর আগে ই৪৮৪কিউ চার সিকোয়েন্সে মহারাষ্ট্রে গত বছরের মার্চ ও জুলাইয়ে সনাক্ত হয়। এন৪৪০কে মিউটেশান ১৩টি বিভিন্ন সময়ে গত বছরের মে ও সেপ্টেম্বরের মাঝে তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও অসমে দেখা দিয়েছিল।'‌

সুরক্ষিত থাকব কীভাবে

সুরক্ষিত থাকব কীভাবে

আগের করোনা ভাইরাসের মতোই একই ধরনের বিধি অনুসরণ করতে হবে। হাত ধোওয়া, সামাজিক দুরত্ব। নতুন ভাইরাস যেহেতু খুব সহজেই ছড়িয়ে পড়ছে তাই আগের চেয়ে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

মমতার সভায় অনুপস্থিতির পর মুখ খুললেন দেবশ্রী, সায়নীদের তৃণমূলে যোগদানের দিনে দিলেন 'বড়' বার্তা মমতার সভায় অনুপস্থিতির পর মুখ খুললেন দেবশ্রী, সায়নীদের তৃণমূলে যোগদানের দিনে দিলেন 'বড়' বার্তা

English summary
Two different strains of coronavirus have been identified in three states of India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X