For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে করোনার জের, শপিং মলে অ্যান্টিজেন টেস্ট সহ রাজ্যজুড়ে বিভিন্ন বিধি নিষেধ জেনে নিন

মহারাষ্ট্রে করোনার জের, শপিং মলে অ্যান্টিজেন টেস্ট সহ রাজ্যজুড়ে বিভিন্ন বিধি নিষেধ জেনে নিন

Google Oneindia Bengali News

‌মহারাষ্ট্রে করোনা ভাইরাস তীব্র গতিতে বাড়ছে। যা রাজ্য সরকারকে চিন্তায় ফেলেছে। রাজ্য সরকার এই সপ্তাহে নতুন করে কোভিড বিধি চালু করেছে মহারাষ্ট্রে। বৃহস্পতিবার রাজ্যে নতুন করে ২৫,৮৩৩টি করোনা কেস ধরা পড়ে, যা প্রকোপের পর একদিনে সর্বোচ্চ কেস হিসাবে রিপোর্ট হয়েছে। গত বছর মহামারিটি শুরু হওয়ার পর থেকে রাজ্যে পরপর সাতদিন দৈনিক করোনা কেসের এমন বৃদ্ধি লক্ষ্য করা গেল।

নতুন এই করোনা কেসগুলি সহ মহারাষ্ট্রে মোট সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেল ২৩,৯৬,৩৪০। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫৮ জনের, এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩,১৩৮। এছাড়াও রাজ্যে সক্রিয় করোনা কেসের সংখ্যা ১,৬৬,৩৫৩টি। রাজ্যের এরকম পরিস্থিতিতে বাইরের যাত্রীরা যাঁরা মহারাষ্ট্রে প্রবেশ করবেন তাঁদের জন্য রইল কিছু গুরুত্বপূর্ণ টিপস।

মুম্বইয়ে যাওয়ার আগে কি করতে হবে

মুম্বইয়ে যাওয়ার আগে কি করতে হবে

সমস্ত আন্তঃদেশীয় যাত্রীদের ক্ষেত্রে, যাঁরা দিল্লি, রাজস্থান, গুজরাত, গোয়া ও কেরল থেকে মুম্বইয়ে যাচ্ছেন তাঁদের ৭২ ঘণ্টা আগে করা আরটি-পিসিআর নেগেটিভ টেস্ট রিপোর্ট বহন করার প্রয়োজন নেই।

 আরটি–পিসিআর টেস্ট রিপোর্ট না থাকলে কি হবে

আরটি–পিসিআর টেস্ট রিপোর্ট না থাকলে কি হবে

যাত্রীদের কাছে যদি আরটি-পিসিআর টেস্ট রিপোর্ট না থাকে তবে চিন্তিত হোয়ার কারণ নেই কারণ মুম্বই বিমানবন্দরে মাত্র ৮৫০ টাকার বিনিময়ে আরটি-পিসিআর টেস্ট করানো হচ্ছে। এই টেস্ট করানোর পরই যাত্রীরা মুম্বই শহরে প্রবেশ করতে পারবেন। আন্তঃদেশীয় ও আন্তর্জাতিক দু'‌টি জায়গাতেই এই টেস্ট করানোর বন্দোবস্ত করা হয়েছে। যাত্রী অবতরণের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এবং যাত্রী প্রস্থানের ৮ থেকে ১০ ঘণ্টার মধ্যে টেস্ট রিপোর্ট ই-মেল করে পাঠিয়ে দেওয়া হবে। নেগেটিভ রিপোর্ট যাত্রীরা নিজেদের শপর জারি রাখতে পারবেন কিন্তু যাঁদের রিপোর্ট পজিটিভ আসবে তাঁদের মুম্বইতে প্রাতিষ্ঠিনিক কোয়ারেন্টাইনে রাখা হবে। এছাড়াও সব যাত্রীকে আরোগ্য সেতু অ্যাপ জাউনলোড করতে হবে এবং নিজেদের যোগাযোগের তথ্য কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।

 আরটি–পিসিআর টেস্ট রিপোর্ট কি সব যাত্রীদের জন্য প্রযোজ্য

আরটি–পিসিআর টেস্ট রিপোর্ট কি সব যাত্রীদের জন্য প্রযোজ্য

দিল্লি, রাজস্থান, গুজরাত, গোয়া ও কেরল বাদে সব আন্তঃদেশীয় যাত্রীদের জন্য টেস্ট রিপোর্ট বাধ্যতামূলক। তাঁদের জন্য, থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা থাকবে এবং উপসর্গ দেখা দিলে করোনা টেস্ট করাতে হবে।

কোয়ারেন্টাইন বিধি

কোয়ারেন্টাইন বিধি

উপসর্গহীন রোগীদের বাড়িতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকা প্রয়োজন।

ট্রেনে করে যদি যান

ট্রেনে করে যদি যান

ট্রেনে করে যদি কোনও যাত্রী আসেন, যাঁরা ওই চার রাজ্যের মধ্যে এক রাজ্যের বাসিন্দা তবে তাঁকে আরটি-পিসিআর টেস্ট রিপোর্ট বহন করতে হবে। তবে মহারাষ্ট্রে প্রবেশের ৯৬ ঘণ্টা আগের রিপোর্ট হতে হবে সেটি।

 গাড়ি করে মহারাষ্ট্রে আসলে

গাড়ি করে মহারাষ্ট্রে আসলে

যে সব যাত্রী সড়কপথে মহারাষ্ট্রে আসছেন সেইসব যাত্রীদের আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট পরীক্ষা করা হবে জেলার সীমান্তগুলিতে। উপসর্গ রয়েছে এমন যাত্রীকে নয় ফেরত পাঠিয়ে দেওয়া হবে বা অ্যান্টিজেন টেস্টের জন্য পাঠানো হবে।

 যে সব জেলায় লকডাউন

যে সব জেলায় লকডাউন

সম্পূর্ণ লকডাউন শনি ও রবিবার ও সপ্তাহে আংশিক লকডাউন জারি ঔরঙ্গাবাদে। পারভনিতে ৩১ মার্চ পর্যন্ত সব ধর্মীয় স্থান বন্ধ রাখা হবে। জন বহুল এলাকায় নিষেধাজ্ঞা জারি। নাসিকে দোকান ও প্রতিষ্ঠানগুলি সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে। থানের ১৬টি হটস্পট এলাকায় ৩১ মার্চ পর্যন্ত লকডাউন। ওসমানবাদে রাত ৯টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নৈশ কার্ফু জারি। সাপ্তাহিক বাজার একেবারে বন্ধ এবং রবিবার পূর্ণ সময়ের লকডাউন। পুনেতে বাসিন্দাদের অপ্রয়োজনীয় গতিবিধির ওপর রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি। উদ্যান ও পার্ক বন্ধ রাখা হয়েছে। রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে হোটেল ও রেস্তোরাঁগুলি। ২১ মার্চ পর্যন্ত নাগপুরে কড়া লকডাউন জারি।

 মহারাষ্ট্রের হোটেল, সিনেমা হলের পরিস্থিতি

মহারাষ্ট্রের হোটেল, সিনেমা হলের পরিস্থিতি

মহারাষ্ট্রের সিনেমা হল, হোটেল, রেস্তোরাঁ ও অফিস, স্বাস্থ্য ও প্রয়োজনীয় পরিষেবাগুলি ব্যতীত ৩১ শে মার্চ পর্যন্ত ৫০ শতাংশ ক্ষমতা নিয়ে কাজ করবে। এইসব জায়গায় মাস্ক ছাড়া ও থার্মাল টেস্ট ছাড়া প্রবেশ করা যাবে না।

বিয়ে ও সামাজিক জমায়েত

বিয়ে ও সামাজিক জমায়েত

কোনও সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় সমাবেশের অনুমতি দেওয়া হবে না। বিবাহ এবং ওই সম্পর্কিত অনুষ্ঠানে ৫০ জন অতিথির বেশি হওয়া উচিত নয়। যদি এই নিয়মের উলঙ্ঘন হয় তবে বিয়ের হল বা বিয়ের বাড়ির মালিক শাস্তি পাবে। শেষকৃত্যে ২০ জনের বেশি কেউ যেতে পারবেন না।

 শপিং মল ও অন্যান্য জায়গা কি খোলা

শপিং মল ও অন্যান্য জায়গা কি খোলা

শপিং মল ও শপিং সেন্টারে যাঁরা যাবেন তাঁদের অ্যান্টিজেন টেস্ট বা নেগেটিভ রিপোর্ট বহন করা বাধ্যতামূলক করেছে বিএমসি।

ঘূর্ণিঝড়ের মরশুম শুরু, কবে ভারতীয় উপকূলের দিকে ধেয়ে আসতে পারে 'সাইক্লোন’ঘূর্ণিঝড়ের মরশুম শুরু, কবে ভারতীয় উপকূলের দিকে ধেয়ে আসতে পারে 'সাইক্লোন’

অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফারঅনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার

English summary
Coronavirus is on the rise in the state, this time in Maharashtra under strict rules
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X