For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাত সফরের পর কমেছে কেজরিওয়ালের জনপ্রিয়তা, বলছে সমীক্ষা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ১১ মার্চ: গুজরাতে গিয়ে হইহট্টগোল পাকিয়ে নিজের জনপ্রিয়তা যথেষ্টই খোয়ালেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে তিনি যা বলেছেন, তা ভালোভাবে নেয়নি মানুষ। টুইটারে একটি সমীক্ষা থেকে পাওয়া গেল এমন তথ্য।

প্রথম ছবি

মার্কিন মুলুকের রাইট স্টেট বিশ্ববিদ্যালয়ের আওতায় রয়েছে ওহায়ো সেন্টার অফ এক্সেলেন্স ইন নলেজ-এনেবলড কম্পিউটিং। এরা সোশ্যাল মিডিয়া নিয়ে বিভিন্ন সমীক্ষা চালিয়ে থাকে। সংস্থাটির গবেষক শ্রেয়াংশ ভাট এই তথ্যসমৃদ্ধ গবেষণাটি চালিয়েছে। গবেষণাটিক সারনির্যাস হল এই রকম: গুজরাতে অরবিন্দ কেজরিওয়াল ময়দানে নেমে কাজ করেছেন। চ্যালেঞ্জ করেছেন নরেন্দ্র মোদীকে। তাঁর বিরুদ্ধে তুলেছেন দুর্নীতির অভিযোগ। তাতে আম আদমি পার্টির বিরুদ্ধে মানুষের নেতিবাচক মনোভাব বেড়েছে ৮৪ শতাংশ। আর ইতিবাচক মনোভাব কমেছে ১৭ শতাংশ। এ ব্যাপারে কতগুলি টুইট হয়েছে, তা গড় করে হিসাব কষা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের জনপ্রিয়তার।

দ্বিতীয় ছবি

অধ্যাপক অমিত শেঠ বলেছেন, তাঁদের সংস্থা এমনতর রাজনীতিক, সামাজিক, উন্নয়মমূলক বিষয় নিয়ে গবেষণা চালিয়ে থাকে।

গত ৮ মার্চ পর্যন্ত অরবিন্দ কেজরিওয়াল গুজরাজে রোড-শো করেন। এই পর্বে বিজেপি কর্মীরা তাঁর গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছিল। এ নিয়ে গুজরাত তো বটেই, দিল্লিতেও মারপিট হয় আম আদমি পার্টি এবং বিজেপি সমর্থকদের মধ্যে। পরে আম আদমি পার্টির আর এক নেতা মণীশ শিশোদিয়াও অভিযোগ করেন, তাঁর গাড়িতেও ভাঙচুর চালিয়েছে বিজেপি সমর্থকরা।

অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিকদের বলেন, "নরেন্দ্র মোদী রাজ্যের উন্নয়ন নিয়ে যা বলেন, তা আদৌ সত্যি নয়। এখানে কোনও উন্নয়ন হয়নি। চাষীদের অবস্থা দুর্বিষহ।" এ ব্যাপারে কথা বলতে গান্ধীনগরে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে গেলেও তিনি দেখা করেননি।

এদিকে, ভোটের ঘোষণার পর আদর্শ আচরণ বিধি ভঙ্গ করার দায়ে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা রুজু করেছে গুজরাত পুলিশ।

English summary
Arvind Kejriwal lost popularity after his recent Gujarat visit: Survey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X