For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রচার থেকে ভোটের লাইনে ভিড় টের পাওয়া গেছে 'অ্যাপ'-এ! কর্ণাটক নির্বাচন দেখাল প্রযুক্তির দৌড়

বিদেশী মিডিয়া ইতিমধ্যেই কর্ণাটক নির্বাচনকে 'হোয়্যাটস ফার্স্ট' নির্বাচন বলে আখ্যা দিয়ে দিয়েছে। কর্ণাটকের রাজধানী তথা প্রযুক্তি নগরী বেঙ্গালুরু এই নির্বাচনের অন্যতম বড় ফ্যাক্টর ছিল।

  • |
Google Oneindia Bengali News

বিদেশী মিডিয়া ইতিমধ্যেই কর্ণাটক নির্বাচনকে 'হোয়্যাটস ফার্স্ট' নির্বাচন বলে আখ্যা দিয়ে দিয়েছে। কর্ণাটকের রাজধানী তথা প্রযুক্তি নগরী বেঙ্গালুরু এই নির্বাচনের অন্যতম বড় ফ্যাক্টর ছিল। বেশিরভাগ মানুষই এলাকাতে প্রযুক্তিমনস্ক। তাই ভোটারদের মন জয় করতে সমস্ত পার্টি এবং নির্বাচন কমিশনও এই বিধানসভা নির্বাচনে নির্ভর করেছে প্রযুক্তির ওপর।

[আরও পড়ুন:'এবার কংগ্রেস খোঁজো অভিযান চালু হবে !' কর্ণাটকে গেরুয়া ঝড়ের পর কটাক্ষের সুরে যা বললেন বিজেপি নেতা][আরও পড়ুন:'এবার কংগ্রেস খোঁজো অভিযান চালু হবে !' কর্ণাটকে গেরুয়া ঝড়ের পর কটাক্ষের সুরে যা বললেন বিজেপি নেতা]

ভোটের লাইনে ভিড় কত?

ভোটের লাইনে ভিড় কত?

ভোট দানের দিন সমস্ত ভোটারেরই এই প্রশ্নটি থাকে। ভোটের লাইনে ভিড় কমলে তবেই ,তাঁরা যাবেন বোট দিতে। এমন টার্গেট অনেকেই বেঁধে ফেলেন। আর এরকম ভোটারদের মন জর করতে কর্ণাটক নির্বাচন কমিশন নিয়ে আসে একটি অ্যাপ। যার মাধ্যমে ভোটের লাইনে কতটা ভিড় রয়েছে তা বাড়ি বসে জানতে পারেন ভোটাররা। এই 'চুনাও অ্যাপ' টি ঘিরে বেশ উচ্ছাস ছিল ভোটারদের মধ্যে।

[আরও পড়ুন:উচ্ছাস শুরু বেঙ্গালুরুর বিজেপি পার্টি অফিসে! কন্নড়ভূমে </a><a class=উড়ছে গেরুয়া নিশান]" title="[আরও পড়ুন:উচ্ছাস শুরু বেঙ্গালুরুর বিজেপি পার্টি অফিসে! কন্নড়ভূমে উড়ছে গেরুয়া নিশান]" />[আরও পড়ুন:উচ্ছাস শুরু বেঙ্গালুরুর বিজেপি পার্টি অফিসে! কন্নড়ভূমে উড়ছে গেরুয়া নিশান]

অ্যাপের আরও উপযোগীতা

অ্যাপের আরও উপযোগীতা

এই 'চুনাও অ্যাপ' -এর মাধ্যমে বাড়ি বসে ফোন থেকে বুক করা গিয়েছে বয়স্কদের জন্য হুইল চেয়ার । এই অ্যাপে মাতোয়ারা ছিল প্রযুক্তিনগরী বেঙ্গালুরু।

থার্ড জেনারেশন ইভিএম

থার্ড জেনারেশন ইভিএম

এবছরের কর্ণাটক নির্বাচনে ব্যবহার করা হয়েছে এম ইভিএম মেশিন। এটিই থার্ড জেনারেশন ইভিএম মেশিন বলে পরিচিত। বেঙ্গালুরু ৫ টি কেন্দ্রে এই মেশিন ব্যবহার করা হয়।

'হোয়াটসঅ্যাপ ফার্স্ট নির্বাচন'!

'হোয়াটসঅ্যাপ ফার্স্ট নির্বাচন'!

কর্ণাটক বিধানসভা নির্বাচন এবছরে অন্যতম হাই প্রোফাইল নির্বাচন। আর ভোটারদের মন জিততে এখানে সমস্ত রাজনৈতিক পার্টি নির্ভর করেছে 'অ্যাপ"-এ। রাজনৈতিক প্রচারে ব্য়বহৃত হয়েছে হোয়াট্স অ্যাপ। ১.৫ মিলিয়ন ভোটারের কাছে পৌঁছেছে হোয়াটস অ্যাপ বার্তা। ভারতে এই প্রথমবার অ্যাপকে ব্য়বহার করে বিশাল সংখ্যক মানুষের কাছে বার্তা পৌঁছে দিয়েছে রাজনৈতিক দলগুলি।

অ্যাপ ব্যবহার মোদী

অ্যাপ ব্যবহার মোদী

কর্ণাটকে কৃষক অসন্তোষ মেটাতে নির্বাচনের আগেই চাষিদের সঙ্গে আলোচনাতে বসেন প্রধানমন্ত্রী মোদী। এই আলোচনা পর্ব চলে অ্যাপের মাধ্যমে। 'নমো অ্যাপ'টি কর্ণাটক নির্বাচনের আগেই লঞ্চ হয়ে য়ায়। আর সেই অ্যাপের মাধ্যমে কর্ণাটকের প্রত্যন্ত এলাকার কৃষকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

English summary
App For Voters, Karnataka Is India's "WhatsApp First Election", here are the details.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X