For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের মোকাবিলা, দেশের শিল্পপতিদের পথ দেখালেন আনন্দ মাহিন্দ্রা

করোনা ভাইরাস মোকাবিলায় কার্যত দেশের শিল্পপতিদের পথ দেখালেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। তিনি তাঁর বেতনের ১০০ শতাংশই করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ের জন্য দিতে চেয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাস মোকাবিলায় কার্যত দেশের শিল্পপতিদের পথ দেখালেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। তিনি তাঁর বেতনের ১০০ শতাংশই করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ের জন্য দিতে চেয়েছেন। তিনি তাঁর গ্রুপকে নির্দেশ দিয়েছেন, তাদের ফ্যাক্টরিতে ভেন্টিলেটর তৈরির নির্দেশ দিয়েছেন।

করোনা ভাইরাসের মোকাবিলা, দেশের শিল্পপতিদের পথ দেখালেন আনন্দ মাহিন্দ্রা

রবিবার টুইট করে মাহিন্দ্রা বলেছেন, তিনি বিশেষজ্ঞদের কাছ থেকে যে রিপোর্ট পেয়েছেন, তাতে ভারত করোনা ভাইরাসের স্টেজ থ্রিতে পৌঁছে গিয়েছে। এতে বহু মানুষের মৃত্যু হতে পারে। যা একইসঙ্গে দেশের চিকিৎসার পরিকাঠামোর ওপরও ব্যাপক চাপ তৈরি করবে।

আগামী কয়েক সপ্তাহের লকডাউন সংক্রমণের হারকে কমাবে এবং দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর চাপকে নিয়ন্ত্রণ করবে। এমনটাই আশাবাদী বিশেষজ্ঞরা। যদিও আমাদের অনেক অস্থায়ী হাসপাতাল তৈরি করতে হবে। বলেছেন মাহিন্দ্রা। পাশাপাশি তিনি বলেছেন আমাদের ভেন্টিলেটরের অভাব রয়েছে। এই অভূতপূর্ব পরিস্থিতিতে মাহিন্দ্রা গ্রুপ ভেন্টিলেটর তৈরির কাজ শুরু করছে।

মাহিন্দ্রা ফাউন্ডেশনের তৈরি ফান্ডও এই কঠিন পরিস্থিতিতে সাহায্য করবে। সহযোগীদের তিনি বলবেন, স্বেচ্ছায় ওই ফান্ডে টাকা দেওয়ার জন্য। তিনি নিজে বেতনের ১০০ শতাংশই দান করবেন আগামী কয়েক মাসে।

English summary
Anand Mahindra, Chairman of mahindra and Mahindra offers his 100% salary to deal with coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X