For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলওয়ামার ক্ষত শুকলো না, তারমধ্যেই আরও এক বিস্ফোরণ, শহিদ মেজর

উপত্যকায় ফের বিস্ফোরণ। যার জেরে প্রাণ হারালেন এক মেজর। এক্ষেত্রেও অভিযোগের আঙুল উঠেছে পাকিস্তানের দিকে। পুলওয়মা জঙ্গি হামলার ক্ষত এখনও শুকোয়নি তার আগে জম্মু ও কাশ্মীরে এক মেজরের মৃত্যু।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

উপত্যকায় ফের বিস্ফোরণ। যার জেরে প্রাণ হারালেন এক মেজর। এক্ষেত্রেও অভিযোগের আঙুল উঠেছে পাকিস্তানের দিকে। পুলওয়মা জঙ্গি হামলার ক্ষত এখনও শুকোয়নি তার আগে জম্মু ও কাশ্মীরে এক মেজরের মৃত্যু। জানা গিয়েছে টহল দেওয়ার সময় আইইডি বিস্ফোরণ সময়। আর তাতেই প্রাণ হারান সেনা মেজর।

উপত্যকায় ফের বিস্ফোরণ, পাকিস্তানের দিকে আঙুল

যেখানে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটি হল রাজৌরির লাম এলাকা। নিয়ন্ত্রণ রেখা বরাবর শনিবার দুপুরে টহল দিচ্ছিলেন সেনা মেজর। সেনাবাহিনীর মুখপাত্রা লেফটেন্যান্ট কর্ণেল দেবেন্দর আনন্দ জানিয়েছেন, সে সময় বিস্ফোরণ হয় এবং সেনা মেজর পদমর্যাদার এক অফিসারের মৃত্যু হয়। ঘটনাটি বিকেল ৩টে নাগাদ ঘটে। সূত্রের খবর শনিবার বিকেলে চহলে বেরিয়ে নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি জায়গায় মাটি খোঁড়া দেখে সন্দেহ এই মেজরের। তাঁর সঙ্গে ছিলেন এক জওয়ান। মনে হচ্ছিল কেউ সদ্য মাটি খুঁড়েছে। সন্দেহ হওয়ায় মেজরকে মাটি খোঁড়ার জায়গা রেখে আশপাশে তল্লাশি চালাচ্ছিলেন জওয়ান। আর সেই সময় মাটি খঁড়ে রাখার জায়গায় বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় সেনা অফিসারের।

সূত্রে দাবি করা হচ্ছে বিস্ফোরকটি একটি আইইডি। পাকিস্তান সেনার ব্যাট বাহিনী কোনও একসময়ে নিয়ন্ত্রণ রেখার পার করে এসে আইইডি-টা পুঁতে রেখে গিয়েছিল। সেনাবাহিনী সূত্রে খবর প্রায়ই এভাবে নিয়ন্ত্রণ রেখা পার করে এসে ভারতীয় ভূখণ্ডে আইইডি রেখে যায় পাকিস্তান। কোনও সময় পাক সেনাদের নিজস্ব জওয়ানরা এতে জড়িত থাকে, কোনও সময়ে পাকিস্তানের মাটিতে ঘাঁটি গেড়ে বসে থাকা জঙ্গিরা এই কাজ করে। অধিকাংশ সময়েই সেই সব আইইডি-র হামলা এড়ানো সম্ভব হলেও অনেক সময় তা হয় না। যার জন্য প্রাণের বলি দিলেন মেজর পর্যায়েরর এক অফিসার।

English summary
The wound of Pulwama has not removed but another blast has taken place in Rajouri in Kashmir. As a result an army major has lost his life in this blast.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X