For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্ষমতা ধরে রাখতে হিমাচল প্রদেশেও UCC তাস অমিত শাহের! ইস্তেহার নিয়ে কংগ্রেসকে নিশানা

ক্ষমতা ধরে রাখতে হিমাচল প্রদেশেও UCC তাস অমিত শাহের! ইস্তেহার নিয়ে কংগ্রেসকে নিশানা

  • |
Google Oneindia Bengali News

প্রথমে ইস্তেহারে অভিন্ন দেওয়ানি বিধির প্রতিশ্রুতি, তারপরে তা জনসভায় তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হিমাচল প্রদেশের নির্বাচনী সভায় এদিন তিনি বলেছেন, বিজেপি সরকার ক্ষমতায় ফিরলে হিমাচল প্রদেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে। পাশাপাশি তিনি রাজ্যে প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেসকে নিশানা করেছেন।

অমিত শাহের প্রতিশ্রুতি

অমিত শাহের প্রতিশ্রুতি

অমিত শাহ এদিন বলেছেন, যদি জয়রাম ঠাকুরের সরকারকে নির্বাচিত করেন (যদিও জয়রাম ঠাকুর নির্বাচনে লড়াই করছেন না), তাহলে হিমাচল প্রদেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে। এটা কেউ আটকাতে পারবে না, মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি ক্ষমতায় ফিরলে সরকারিকর্মীদের বেতন ব্যবস্থায় অনিয়ম দেখারও প্রতিশ্রুতি তিনি দিয়েছেন।

বিজেপির ইস্তেহার

এর আগে এদিন, নির্বাচনের ঠিক ছয় দিন আগে বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের মতো নেতারা। বিজেপির ইস্তেহারকে বিজেপির সংকল্পপত্র ২০২২ বলে উল্লেখ করা হয়েছে। সেখানে ১১ টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেখানে যুব ও কৃষকদের ক্ষমতায়ন, উদ্যানপালনকে শক্তিশালী করা, সরকারি কর্মীদের ন্যায়বিচার, ধর্মীয় পর্যটনের কথা ইস্তেহার উল্লেখ করা হয়েছে। এছাড়াও ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন, পাহাড়ি এই রাজ্যে বিজেপি ক্ষমতায় ফিরলে অভিন্ন দেওয়ানি বিধি আনবে। তার জন্য বিশেষজ্ঞদের কমিটি গঠন করা হবে। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে। প্রসঙ্গ বলে রাখা ভাল হিমাচলের বিজেপির ইস্তেহারে অভিন্ন দেওয়ানি বিধির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর গুজরাতে নির্বাচন ঘোষণার দিন কয়েক আগে সেখানে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সেখানে কমিটি তৈরি করা হয়েছে।

কংগ্রেসকে ইস্তেহার নিয়ে নিশানা

কংগ্রেসকে ইস্তেহার নিয়ে নিশানা

সমাবেশে কংগ্রেসের দেওয়া ইস্তেহার নিয়েও কটাক্ষ করেন অমিত শাহ। তিনি বলেন, কংগ্রেস যেসব গ্যারান্টি দিয়েছে, হিমাচল প্রদেশের জনগণ সেইসব গ্যারান্টিকে বিশ্বাস করে না।

কংগ্রেসের ইস্তেহার

বিজেপির আগেই কংগ্রেস তাদের ইস্তেহার প্রকাশ করেছিল। সেই ইস্তেহারে ওল্ড পেনশন স্কিম কার্যকর করা, ক্ষমতায় আসলে রাজ্যের প্রত্যেক মহিলাকে মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেয় কংগ্রেস। কংগ্রেসের ইস্তেহারে হিমাচল প্রদেশের জনগণকে ১০ গ্যারান্টি দেওয়া হয়েছে। এর মধ্যে যুবকদের কর্ম সংস্থান থেকে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিটি নির্বাচনী এলাকায় চারটি করে ইংরেজি মাধ্যম স্কুলের প্রতিশ্রুতি দেওয়া হয়। মোবাইল ক্লিনিকের মাধ্যমে প্রতিটি গ্রামে বিনামূল্যে চিকিৎসার প্রতিশ্রুতিও দেওয়া হয়। এছাড়াও ২ টাকা কেজি দরে ঘুঁটে দেয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় কংগ্রেসের ইস্তেহারে।

গুজরাত-হিমাচলে নির্বাচনে বিজেপিকে অ্যাডভান্টেজ দিল উপনির্বাচনের ফল, বিরোধীরা সেই তিমিরেইগুজরাত-হিমাচলে নির্বাচনে বিজেপিকে অ্যাডভান্টেজ দিল উপনির্বাচনের ফল, বিরোধীরা সেই তিমিরেই

English summary
Amit Shah's UCC cards to retain power in Himachal Pradesh, targeting Congress with their manifesto
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X