For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে উল্লেখযোগ্য ভাবে কমছে করোনায় মৃত্যু হার, আশার আলো স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে

দেশে উল্লেখযোগ্য ভাবে কমছে করোনায় মৃত্যু হার, আশার আলো স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে

  • |
Google Oneindia Bengali News

দৈনিক নতুন করোনা সংক্রমণের বাড়াবাড়ন্তের মাঝেই আশার আলো দেখাচ্ছে ভারতের ক্রমবর্ধমান সুস্থতার হার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুসারে বর্তমান দেশে করোনায় মৃত্যুহার দুই শতাংশে ঠেকেছে, এবং গত কয়েক সপ্তাহের পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যাচ্ছে তা ক্রমেই নিম্নমুখী। এদিকে ইতিমধ্যেই গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২২ লক্ষের গণ্ডি পার করেছে। উল্টোদিকে এখও পর্যন্ত সুস্থও হয়েছেন ১৫ লক্ষের বেশি মানুষ।

দেশে উল্লেখযোগ্য ভাবে কমছে করোনায় মৃত্যু হার, আশার আলো স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে

এদিকে গোটা বিশ্বে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ২ কোটিরও বেশি মানুষ। মারা গেছেন ৭ লক্ষ ৩৪ হাজারেরও বেশি মানুষ। এদিকে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের তরফে যখন এই তথ্য প্রকাশ করা হচ্ছে তখন আবার করোনায় নতুন মৃত্যুর ক্ষেত্রেও নয়া রেকর্ড করেছে ভারত। দৈনিক মৃত্যুর নিরিখেও ইতিমধ্যে ১ হাজারের গণ্ডি পার করেছে ভারত। বর্তমানে ভারতে মোট মৃতের সংখ্যা প্রায় ৪৫ হাজারের আশেপাশি। যদিও কেন্দ্রে যুক্তি বেশি পরিমাণ টেস্ট হওয়ার ফলেই রোজ বিশালাকারের করোনা আক্রান্তের খোঁজ মিলছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে।

সূত্রের খবর, এখনও পর্যন্ত বিশ্বের য়ে সমস্ত দেশে করোনায় মৃত্যুহার নিম্নমুখী তাদের মধ্যে সবার উপরে রয়েছে ভারত। কেন্দ্র-রাজ্য যৌথ লড়াইয়েই করোনার বিরুদ্ধে ধীরে ধীরে সাফল্য মিলতে শুরু করেছে বলে মত স্বাস্থ্য মন্ত্রকের। করোনা রোগীদের দ্রুত সনাক্তকরণ এবং একটি সময়োচিত স্বাস্থ্য পরিষেবা প্রদানের কারণেই ভারতে করোনায় মৃত্যুর হারকে তলানিতে নামানো গেছে বলে মনে করছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা।

অবশেষে সুখবর! চলতি বছরের শেষভাগে বাজারে আসছে করোনা ভ্যাকসিন, চূড়ান্ত দাম দু-মাসেইঅবশেষে সুখবর! চলতি বছরের শেষভাগে বাজারে আসছে করোনা ভ্যাকসিন, চূড়ান্ত দাম দু-মাসেই

English summary
amid new record of infections countrys mortality rate is falling significantly according to a report by the ministry of health
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X