For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১২ নভেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, এটিএম পরিষেবাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ব্যাঙ্ক
নয়াদিল্লি, ২৯ অক্টোবর: ১২ নভেম্বর দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হল। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের তরফে এই ঘোষণা করা হয়েছে। এর ফলে ব্যাঙ্কিং পরিষেবার পাশাপাশি এটিএম পরিষেবাও ব্যাহত হবে বলে আশঙ্কা।

ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস হল পাঁচটি কর্মী সংগঠন ও চারটি অফিসার সংগঠনের ঐক্যবদ্ধ মঞ্চ। বেতন কাঠামো পুনর্বিন্যাসের দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে তারা।

অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক বেঙ্কটচলম বলেন, "১২ তারিখ একদিনের প্রতীকী ধর্মঘট হবে দেশ জুড়ে। তাতেও সরকারের টনক না নড়লে ২ ডিসেম্বর থেকে অঞ্চলভিত্তিক ধর্মঘটে শামিল হব আমরা।"

তিনি জানান, ব্যাঙ্ক কর্মচারীদের বেতন অনেক কম। তুলনায় বিমা বা কেন্দ্রীয় সরকারি কর্মীরা বেশি মাইনে পান। ইউপিএ সরকার এই বৈষম্য দূর করার চেষ্টা করেনি। এনডিএ-ও করছে না। ২০১১-১২ সালে ব্যাঙ্কে ১৭.৫ শতাংশ হারে বেতন বৃদ্ধি হয়েছে। এ বার তা ১১.৫ শতাংশ হারে করার প্রস্তাব দিয়েছে সরকার। এত কম হারে বেতন বাড়ার বিষয়টি ব্যাঙ্ককর্মীরা না মানায় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ছাড়াও সব বেসরকারি ব্যাঙ্ক ও বিদেশি ব্যাঙ্কগুলি ধর্মঘটে যোগ দিচ্ছে।

English summary
All India bank strike on November 12, ATM service will be affected as well
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X