For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সক্রিয় আলকায়দা! হতে পারে পাঠানকোটের মতো হামলা

পাঠানকোটের মতোই ভারতীয় নিরাপত্তা বাহিনীর ঘাঁটিগুলির ওপর হামলার পরিকল্পনা করছে আলকায়দা। সূত্রের খবর এমনটাই। ২০১৬-র ২ জানুয়ারিপাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা।

  • |
Google Oneindia Bengali News

পাঠানকোটের মতোই ভারতীয় নিরাপত্তা বাহিনীর ঘাঁটিগুলির ওপর হামলার পরিকল্পনা করছে আলকায়দা। সূত্রের খবর এমনটাই। ২০১৬-র ২ জানুয়ারি পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। তবে এই হামলা চালাতে তারা জৈশ-ই-মহম্মদের সাহায্য চাইছে বলে সূত্রের খবর। এব্যাপারে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা ঘাঁটিগুলিকেই বেছে নেওয়া হতে পারে।

২০১৬-য় পাঠানকোটে হামলায় হামলাকারী সব জঙ্গিকে খতম করেছিল ভারতীয় সেনারা। যদিও বেশ কয়েকজন সেনার মৃত্যুও হয়েছিল সেই হামলায়।

নিরাপত্তা ঘাঁটিতে হামলার পরিকল্পনা

নিরাপত্তা ঘাঁটিতে হামলার পরিকল্পনা

সূত্রের খবর অনুযায়ী, আলকায়দা জঙ্গি আবদুল্লা আলহান্দ ভারতীয় নিরাপত্তা ঘাঁটিগুলির ওপর হামলার পরিকল্পনা করছে ওই একই উপায়ে। এই হামলার জন্য অবশ্য আত্মঘাতী বাহিনীকে ব্যবহারের কথা চিন্তু করা হয়েছে। এই ধরনের হামলায় ক্ষতির পরিমাণও অনেক বেশি হয়।

সাহায্যে জৈশ-ই-মহম্মদ

সাহায্যে জৈশ-ই-মহম্মদ

আলকায়দা জঙ্গি আবদুল্লা আলহান্দ হামলার পরিকল্পনা নিয়ে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের সাহায্য চেয়েছে বলেও সূত্রের খবর। তবে এই হামলা তাদের নেতৃত্বেই করতে চায় আলকায়দা।

প্রাথমিক টার্গেট জম্মু ও কাশ্মীর

প্রাথমিক টার্গেট জম্মু ও কাশ্মীর

ভারতে হামলার পরিকল্পনা কোন পর্যায়ে রয়েছে তা সঠিকভাবে এখনও জানা যায়নি। সূত্রের খবর অনুযায়ী, আলকায়দার প্রাথমিক টার্গেট রয়েছে জম্মু ও কাশ্মীরে থাকা
ভারতীয় সেনা এবং অন্য নিরাপত্তা সংক্রান্ত প্রতিষ্ঠানের দফতর।

English summary
Terrorist organisation Al Qaeda is reportedly planning to carry out suicide attack(s) on Indian security installations on the lines of the dastardly attack that took place at the Pathankot Air Force Station
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X