For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পথ প্রদর্শক মমতাই! 'হাত'-এ হাত না মিলিয়ে কোন পথে হাঁটতে চাইছেন অখিলেশ, জোর জল্পনা যোগীর রাজ্যে

পথ প্রদর্শক মমতাই! 'হাত'-এ হাত না মিলিয়ে কোন পথে হাঁটতে চাইছেন অখিলেশ, জোর জল্পনা যোগীর রাজ্যে

Google Oneindia Bengali News

উত্তাপ পড়ছে যোগীর রাজ্যে। বিধানসভা ভোট ঘিরে নতুন নতুন সমীকরণে তৈরি হয়েছে। সূত্রের খবর কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে চাইছে না অখিলেশ যাদব। কিন্তু বিজেপির সঙ্গে শক্তিবাড়াতে হলে চাই মজবুত কোনও হাত। সেক্ষেত্রে কার উপর ভরসা রাখবেন অখিলেশ। সেটা নিয়ে জল্পনা চলছিল। শেষ পর্যন্ত চমক দিলেন অখিলেশ যাদব। একেবারে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করেছেন তিনি। তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর সঙ্গে হাত মেলাতে চাইছেন অখিলেশ যাদব। প্রসঙ্গত উল্লেখ্য উত্তর প্রদেশের ভোটের আগে সেখানে খাতা খুলতে চাইছিল তৃণমূল কংগ্রেস সেই সুযোগটা তৈরি করে দিচ্ছে সমাজবাদী পার্টি।

বিরোধী জোটে বার্তা

বিরোধী জোটে বার্তা

মুম্বই সফরে গিয়ে বিরোধীদের এক জোট হওয়ার বার্তা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন বিজেপিকে দেশ থেকে বোল্ড আউট করতে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রয়োজন। তৃণমূল কংগ্রেস একা লড়াইয়ের ক্ষমতা রাখে। তবে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেস নেত্রীর মুম্বইয়ে গিয়ে শরদ পাওয়ার এবং আদিত্য ঠাকরের সঙ্গে দেখা করেছিলেন। শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকে বিরোধী ঐক্যের কথা বলা হলেও কে নেতৃত্ব দেবেন সেকথা কিন্তু কেউ মুখ তুলে স্পষ্ট করে বলতে চাননি।

তৃণমূলকে স্বাগত অখিলেশের

তৃণমূলকে স্বাগত অখিলেশের

সামনেই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন। তার মধ্যে সবচেয়ে হেভিওয়েট রাজ্য উত্তর প্রদেশ। বিজেপি গত বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড় বইয়েছিল। কেই ঝড়ে উড়ে গিয়েছিল সমাজবাদী পার্টি এবং কংগ্রেস। তার পরে লোকসভা ভোটে কংগ্রেস প্রায় নিশ্চিহ্ন হয়ে পড়েছিল। কিন্তু সমাজবাদী পার্টি কিন্তু আসন বাড়িয়েছিল। কাজেই ২০২২ সালের বিধানসভা ভোট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তারপরেই অখিলেশ যাদব তৃণমূল কংগ্রেসকে উত্তর প্রদেশে স্বাগত জানিয়েছেন বলে খবর। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন জোটে তিনি যোগ দিতে পারেন। উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের আগে অখিলেশের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

অখিলেশের বার্তা

অখিলেশের বার্তা

বিধানসভা ভোটের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে তৈরি, কিন্তু কংগ্রেসকে কোনও আসন ছাড়বেন না। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির শোচনীয় হারের প্রসঙ্গ েটনে অখিলেশ যাদব বলেছেন, 'আমি মমতাকে স্বাগত জানাবো। তিনি যে ভাবে বাংলা থেকে বিজেপিকে মুছে দিয়েছেন, উত্তরপ্রদেশের মানুষও সে ভাবেই বিজেপিকে সরিয়ে দেবে।' তবে জোট নিয়ে তিনি স্পষ্ট করে কিছু জানাননি। জল্পনা জিইয়ে রেছে জোট নিয়ে তিনি বলেছেন 'ঠিক সময়ে এই বিষয়ে কথা বলব।'

 কংগ্রেসের হাত ধরতে নারাজ

কংগ্রেসের হাত ধরতে নারাজ

কংগ্রেসের হাত ধরতে নারাজ অখিলেশ যাদব। যদিও ২০১৭ সালে কংগ্রেসের হাত ধরেই বিধানসভা ভোটে লড়েছিল কংগ্রেস। কিন্তু কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে খুব একটা ভাল ফল করতে পারে পারেনি সমাজবাদী পার্টি।
তাই এবার আর সেই পথে হাঁটতে চাইছেন না অখিলেশ যাদব। তিনি বলেছেন, 'এই নির্বাচনে কংগ্রেস কোনও প্রতিযোগিতাতেই নেই। শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য তাঁরা এখানে রয়েছেন। নির্বাচনের কংগ্রেসের আসন সংখ্যা শূন্য হবে। এটা উত্তর প্রদেশের সাধারণ মানুষের নির্বাচন যারা বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে চায়। তাই বিকল্প হিসেবে মানুষের সামনে শুধু সমাজবাদী পার্টিই রয়েছে। কংগ্রসকে স্পষ্ট করে বলতে আদৌ তারা বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে চায় কিনা। যাবতীয় নীতি ও প্রকল্প দেখে আমাদের মনে হয়েছে, বিজেপি ও কংগ্রেসের মধ্যে কোনও পার্থক্য নেই।'

English summary
Akhilesh Yadav welcome Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X