For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে চাপে ফেলতে অখিলেশ সঙ্গী করলেন 'বাবা'কে! পাল্টা দিলেন যোগী আদিত্যনাথ

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের নির্বাচনী প্রচারে চমক। তাঁর প্রচারে এক গেরুয়া বসনধারী 'বাবা'কে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের নির্বাচনী প্রচারে চমক। তাঁর প্রচারে এক গেরুয়া বসনধারী 'বাবা'কে অন্তর্ভুক্ত করা হয়েছে। 'বাবা'কে দেখা যাচ্ছে অখিলেশের সঙ্গে হেঁটে যেতে। কিন্তু তাঁর মুখ দেখা যায়নি। অন্যদিকে অখিলেশ ও মায়াবতীর তুলনা করে এসপি সুপ্রিমোর অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন যোগী আদিত্যনাথ।

অখিলেশের সঙ্গী 'বাবা'

হিন্দিতে করা টুইটে অখিলেশ বলেছেন, তারা ভুয়ো ভগবানকে আনতে পারবেন না। কিন্তু এক বাবাজিকে এনেছেন। তিনি সরকারের সত্য রাজ্যের সর্বত্র বলবেন
বলেও জানিয়েছেন অখিলেশ।

অখিলেশকে আক্রমণ যোগী আদিত্যনাথের

অখিলেশকে আক্রমণ যোগী আদিত্যনাথের

প্রসঙ্গত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গেরুয়া বসন পরে থাকেন। তিনি গোরক্ষপুর সংসদীয় আসন থেকে পাঁচবার নির্বাচিত হয়েছিলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি অখিলেশকে আক্রমণ করে বলেছেন, তিনি হতাশ হয়ে পড়েছেন। কেননা বিএসপির সঙ্গে জোটে সেরকম কোনও গুরুত্ব দেওয়া হয়নি। কেননা এসপি উত্তর প্রদেশ থেকেই একটা সময় ৩৭ টি আসনে জয়ী হয়েছিল। আর এবারের নির্বাচনে মাত্র ৩৭ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এসপি।

[আরও পড়ুন: নিজেকে যা ভাবছেন, তাই প্রকাশ করছেন! বাবা রাজীবকে আক্রমণ নিয়ে মোদীর সমালোচনায় রাহুল-প্রিয়ঙ্কা][আরও পড়ুন: নিজেকে যা ভাবছেন, তাই প্রকাশ করছেন! বাবা রাজীবকে আক্রমণ নিয়ে মোদীর সমালোচনায় রাহুল-প্রিয়ঙ্কা]

অখিলেশ মায়াবতীর তুলনা আদিত্যনাথের

অখিলেশ মায়াবতীর তুলনা আদিত্যনাথের

যোদী আদিত্যনাথের দাবি, মঞ্চে যখন অখিলেশ ও মায়াবতী একসঙ্গে থাকেন, সেই সময় অখিলেশকে ছোট চেয়ার দেওয়া হয়। আর মায়াবতীকে দেওয়া হয় বড় চেয়ার।
আর যখন অখিলেশ মায়াবতীর সঙ্গে দেখা করতে যান, তাঁকে জুতো খুলে ঘরে ঢুকতে হয়।

[আরও পড়ুন: তাদের কিং আছেন, তাই কিং মেকার দরকার নেই! এনডিএ-র নতুন সদস্য নিয়ে 'রহস্য' বাড়ালেন রাম মাধব][আরও পড়ুন: তাদের কিং আছেন, তাই কিং মেকার দরকার নেই! এনডিএ-র নতুন সদস্য নিয়ে 'রহস্য' বাড়ালেন রাম মাধব]

English summary
Former Uttar Pradesh chief minister and Samajwadi Party chief Akhilesh Yadav on Saturday introduced a saffron-robed man, whom he referred as "baba", in one of his tweets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X