For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে শিশুদের কবে থেকে করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু, এইমস প্রধানের কথায় মিলল ইঙ্গিত

দেশে শিশুদের (children) করোনা ভ্যাকসিন (corona vaccine) দেওয়ার কাজ শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে। এদিন সকালে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এইমসের (aiims) প্রধান রণদীপ গুলেরিয়া (randeep guleria)।

  • |
Google Oneindia Bengali News

দেশে শিশুদের (children) করোনা ভ্যাকসিন (corona vaccine) দেওয়ার কাজ শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে। এদিন সকালে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এইমসের (aiims) প্রধান রণদীপ গুলেরিয়া (randeep guleria)।

 ভারতে শিশুদের কবে থেকে করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু, এইমস প্রধানের কথায় মিলল ইঙ্গিত

এইমস প্রধান বলেছেন, সেপ্টেম্বরে শিশুদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হতে পারে। সঙ্গে তিনি আরও বলেছেন, ফাইজার, ভারত বায়োটেকের কোভ্যাকসিন এবং জাইডাসের ভ্যাকসিন শিশুদের জন্য খুব তাড়াতাড়ি পাওয়া যাবে।

দেশে এখনও পর্যন্ত ৪২ কোটি ডোজের ওপরে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এবছরের শেষের দিকের মধ্যে দেশের সব প্রাপ্ত বয়স্ককে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা সরকার নিয়েছে। তবে তৃতীয় তরঙ্গের আতঙ্কের মধ্যে শিশুরা কবে ভ্যাকসিন পেতে পারে, তা এখনও জানায়নি সরকার।

শুক্রবার ইউরোপের ওষুধ সংক্রান্ত নজরদারি কমিটির তরফে জানানো হয়েছে মোডার্নার ভ্যাকসিন দেওয়া হবে ১২ থেকে ১৭ বছর বয়সীদের। গত মে মাসে আমেরিকার তরফে ফাইজার-বায়োএনটেককে ১২-১৫ বছর বয়সীদের ভ্যাকসিনের জন্য অনুমোদন দিয়েছিল।

এর আগে ভ্যাকসিন নিয়ে ন্যাশনাল এক্সপার্ট গ্রুপের প্রধান চিকিৎস এনকে অরোরা সংবাদ মাধ্যমকে বলেছিলেন, সেপ্টেম্বর জাইডাসের ভ্যাকসিন দিয়ে দেশের ১২-১৮ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। তিনি আরও জানিয়েছিলেন, কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে। সেপ্টেম্বরের শেষের দিকে ভ্যাকসিনেশনের কাজ শুরু করা যাবে। এবছরের তৃতীয়ার্ধে কিংবা জানুয়ারি-ফেব্রুয়ারির শুরুর দিকে দেশে ২-১৮ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া যাবে বলে আশাপ্রকাশ করেছিলেন তিনি।

মহারাষ্ট্রে প্রবল বর্ষণে ১২৯জনের মৃত্যু, জারি রেড অ্যালার্ট! 'অপারেশন বর্ষা ২১' শুরু ভারতীয় সেনারমহারাষ্ট্রে প্রবল বর্ষণে ১২৯জনের মৃত্যু, জারি রেড অ্যালার্ট! 'অপারেশন বর্ষা ২১' শুরু ভারতীয় সেনার

English summary
AIIMS chief Randeep Guleria says from September we should see children being vaccinated.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X