For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবশেষে কংগ্রেসেই তরী ভিড়িয়ে দিলেন সিধু

বিজেপি ছেড়ে বেরিয়ে ইতিউতি হোঁচট খেয়ে শেষপর্যন্ত কংগ্রেসে এসেই তরী ভিড়িয়ে ক্ষান্ত হলেন প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিক নভজ্যোৎ সিং সিধু। এদিন শেষমেশ আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি : বিজেপি ছেড়ে বেরিয়ে ইতিউতি হোঁচট খেয়ে শেষপর্যন্ত কংগ্রেসে এসেই তরী ভিড়িয়ে ক্ষান্ত হলেন প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিক নভজ্যোৎ সিং সিধু। এদিন শেষমেশ আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি।

পাঞ্জাব নির্বাচনের আর মাত্র কিছুদিন বাকী রয়েছে। তার আগে সিধুর কংগ্রেসে যোগ দেওয়া বিশেষ তাৎপর্যের। এদিন সকালে কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন তিনি। তিনি সিধুকে দলে আমন্ত্রণ জানান। এরপরই কংগ্রেসে যোগ দেন সিধু।

অবশেষে কংগ্রেসেই তরী ভিড়িয়ে দিলে সিধু

গত সেপ্টেম্বরে বিজেপি থেকে ইস্তফা দিয়েছিলেন সিধু। দলে একঘরে হয়ে পড়ছেন এই অভিযোগে দল ছাড়েন অমৃতসরের প্রাক্তন সাংসদ। এরপরে দল গড়ার জল্পনা উসকে আলাদা রাজনৈতিক মঞ্চ গড়ে পাঞ্জাব নির্বাচনে লড়ার কথা জানান তিনি। এরপরে সিধুর আম আদমি পার্টিতে যোগদান নিয়েও কম জলঘোলা হয়নি। তবে সব শেষে কংগ্রেসকেই বেছে নিলেন তিনি।

এর আগে সিধুর স্ত্রী নভজ্যোৎ কউর বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁকে এবারের নির্বাচনে প্রার্থীও করেছেন কংগ্রেস। তবে সিধু কী হিসাবে দলে যোগ দেবেন বা দলে তাঁর কী ভূমিকা হবে, সেটা স্পষ্ট করতেই এতদিন দলে যোগ দেননি সিধু।

আগামী ৪ ফেব্রুয়ারি পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। বহুদিন পাঞ্জাবে ক্ষমতায় নেই কংগ্রেস। সিধুর মতো রাজনীতিককে দলে নিয়ে কতটা লাভের গুড় অমরিন্দর সিংরা ঘরে তুলতে পারেন এখন সেটাই দেখার।

English summary
Ahead Of Punjab Elections, Navjot Singh Sidhu Joins Congress, Meets Rahul Gandhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X