For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাক লেখকের বইপ্রকাশ করা যাবে না, আয়োজকের মুখে কালি মাখাল শিবসেনা

  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ১২ অক্টোবর : ফের একবার শিবসেনার তাণ্ডব দেখল বাণিজ্যনগরী মুম্বই। পাকিস্তানি লেখক তথা সেদেশের প্রাক্তন মন্ত্রী খুরশিদ মাহমুদ কসুরীর বইপ্রকাশ অনুষ্ঠান হওয়ার কথা ছিল মুম্বইয়ে।

এমন অনুষ্ঠান মুম্বইয়ে করা যাবে না। তা নিয়ে আগেই হুমকি দিয়েছিল শিবসেনা। সেই হুমকির সামনে মাথা নত না করায় অনুষ্ঠানের আয়োজক সুধেন্দ্র কুলকার্নির মুখে কালি মাখানোর অভিযোগ উঠল শিবসেনা সমর্থকদের বিরুদ্ধে।

পাক লেখকের বইপ্রকাশে ফতোয়া , আয়োজকের মুখে কালি মাখাল শিবসেনা

সুধেন্দ্রবাবু জানিয়েছেন, ১০-১৫ জন শিব সৈনিকেরা তাঁর গাড়ি থামিয়ে নেমে আসতে বলে এবং মুখে কালি মাখিয়ে দেয়। তবে এরপরও সুধেন্দ্র কুলকার্নি ও খুরশিদ মাহমুদ কসুরী বইপ্রকাশ করেন। তবে সুধীরবাবুর মুখে কালি মাখানোই ছিল। প্রতিবাদ জানাতে সংবাদমাধ্যমের সামনে মুখে কালি মাখা অবস্থাতেই আসেন তিনি।

খুরশিদ মাহমুদ কসুরীর লেখা বই 'Neither a Hawk, Nor a Dove : An insider Account of Pakistan's Foreign Policy'টি প্রকাশ করার কথা ছিল এদিন। সেই অনুষ্ঠানে তিনি জানান, দু'দেশের জনগণ সমস্ত ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল। রাজনেতার তাদের যেদিকে পরিচালিত করছেন সেদিকেই যেতে হচ্ছে তাদের। দুই দেশেই সমস্যা তৈরির করার মোত লোক রয়েছেন। এটি শুধু কোনও একটি দেশের ব্যাপার নয়।

প্রসঙ্গত, বিজেপি আগেই হুমকি দিয়েছিল। পাকিস্তানের কোনও ব্যক্তিকে এখানে কিছু করার অনুমতি দেওয়া যাবে না কারণ তারা সন্ত্রাসের পৃষ্ঠপোষক। এর আগে গজল সম্রাট গুলাম আলিকে মুম্বইয়ে অনুষ্ঠান করতে দেয়নি শিবসেনা।

English summary
Ahead of Kasuri book launch, organiser Sudheendra Kulkarni attacked with black ink by Sena
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X