For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাথরাস থেকে শিক্ষা নিয়ে এবার নারী নিরাপত্তা তৎপর কেন্দ্র, রাজ্য গুলিকে পাঠানো হল কড়া নির্দেশিকা

হাথরাস থেকে শিক্ষা নিয়ে এবার নারী নিরাপত্তা তৎপর কেন্দ্র, রাজ্য গুলিকে পাঠানো হল কড়া নির্দেশিকা

Google Oneindia Bengali News

হাথরাস ধর্ষণ কাণ্ডের পর নারী সুরক্ষা নিয়ে নড়ে চড়ে বস কেন্দ্র। সব রাজ্য গুলিকে নারী সুরক্ষা সুনিশ্চিত করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কি কি করতে হবে রাজ্যগুলিকে তার গাইডলাইন বেঁধে দিয়েছে কেন্দ্র। কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতেই এই নির্দেশিকা পাঠানো হয়েছে।

হাথরাস গণধর্ষণ কাণ্ড

হাথরাস গণধর্ষণ কাণ্ড

হাথরাসে দলিত কিশোরী গণধর্ষণ এবং তাঁর জিভ কেটে দেওয়ার ঘটনায় তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। শুধু হাথরাস নয় একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে উত্তর প্রদেশে। এই নিয়ে যোগী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছেন বিরোধীরা। রাহুল গান্ধী ২ বার হাথরাস অভিযান করেছেন। একের পর এক নারী নির্যাতনের ঘটনায় অস্বস্তি বাড়িয়েছে শাসক দলের।

কেন্দ্রের নির্দেশিকা

কেন্দ্রের নির্দেশিকা

হাথরাস গণধর্ষণ কাণ্ডের পর রাজ্য গুলিকে নির্দেশিকা পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নারী নির্যাতন বন্ধে সবরকম কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কী কী পদক্ষেপ করতে হবে তার গাইডলাইনও তৈরি করে গিয়েছে মন্ত্রক। ১৫৬-র ১ ধারায় যদি অপরাধ ঘটে থাকে তাহলে পুলিসকে এফআইআর নিতেই হবে। অপরাধ যদি সেই থানা এলাকার মধ্যে না ঘটে তাহলেও একটি জিরো এফআইআর দায়ের করতে হবে পুলিসকে।

অস্বস্তিতে যোগী সরকার

অস্বস্তিতে যোগী সরকার

হাথরাস কাণ্ড নিেয় ক্রমশ অস্বস্তি বাড়ছে যোগী সরকারের। সুপ্রিম কোর্ট যোগী সরকারকে এই ঘটনা অত্যন্ত নির্মম এবং নারকীয় বলে মন্তব্য করছেন এবং অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিেয়ছেন। এদিকে এখনও পর্যন্ত সিট তদন্ত রিপোর্ট জমা দেয়নি। ১০ দিন বাড়তি সময় তদন্তকারীদের দিয়েছেন যোগী আদিত্যনাথ।

কংগ্রেসের আক্রমণ

কংগ্রেসের আক্রমণ

হাথরাসে দলিত কিশোরীকে ধর্ষণের ঘটনা নিয়ে বিক্ষোভ শুরু করেছে কংগ্রেস। হাথরাসে নির্যাতিতার পরিবারের সঙ্গে প্রথম দিন রাহুলদের দেখা করতে দেওয়া হয়নি। রাহুল গান্ধীর নামে এফআইআর করা হয়েছে। একই ঘটনা ঘটানো হয়েছে তৃণমূল কংগ্রেস সাংসদ ডেেরকের সঙ্গেও। এই নিয়ে তৎপর হয়েছে তৃণমূল কংগ্রেসও।

English summary
After Hathras case Center instruct all states to take strong steps to ensure women safty
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X