For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মৃত্যু'র ৫০ বছর পর গ্রামে ফিরলেন ব্যক্তি! রহস্যজনক ঘটনায় ঠিক যেন ফিল্মের চিত্রনাট্য দেখল গ্রাম

  • |
Google Oneindia Bengali News

বাংলাদেশের ভাওয়াল রাজবাড়িতে এমন ঘটনা ঘটেছিল বলে শোনা যায়। সে বাড়ির রাজপুত্রের মৃত্যুর পর এক সন্ন্যাসী আসেন এলাকায়। যাঁর সঙ্গে ভাওয়ার বাড়ির রাজপুত্রের হুবহু মিল ছিল বলে দাবি করেন অনেকে। ভাওয়াল বংশের মেজ রাজকুমারের কাহিনি পরবর্তীকালে ফিল্মের চিত্রনাট্যেও ধরা পড়ে। তবে কর্ণাটকের সান্না এরাজ্জার কাহিনি তার থেকে কিছু কম রোমহর্ষক নয়!

মৃত্যুর ৫০ বছর পর গ্রামে ফিরলেন ব্যক্তি! ঠিক যেন ফিল্মের চিত্রনাট্য দেখল গোটা গ্রাম

৫০ বছর আগে প্রচণ্ড অসুস্থতার জেরে কর্ণাটকের চিত্রদূর্গের সান্না ইরাজ্জার মৃত্যু হয়। শোক সন্তপ্ত পরিবার তাঁকে কবরও দিয়ে দেয় বলেও দাবি পরিবারের। তবে সেই ঘটনার পর , ৫০ বছর পার করে ফের গ্রামে আসেন সান্না। হতবাক পরিবারের কাছে ধরা দেন ৮০ বছর বয়সে। 'মৃত' সান্নাকে দেখতে আশপাশের গ্রাম থেকে ছুঁটে আসছেন বিভিন্ন মানুষ। প্রশ্ন উঠছে কিভাবে একজন 'মৃত্যু'র পর ফের ফিরে আসতে পারে?

তবে সান্না এই গ্রাম সম্পর্কে , তাঁর পরিবার সম্পর্কে সমস্ত কিছুই ভুলে গিয়েছেন বলে দাবি। নিজের মতো করে গুরত ঘুরতে সান্না চলে আসেন তাঁর গ্রামে। এরপর তাঁকে দেখতে পান পরিবারের কয়েকজন। সান্না তাঁদের কাছে নিজের স্ত্রীর নামটি বলেন। ওই একটি নামই তাঁর মনে ছিল।

প্রশ্ন উঠছে ,তাহলে সান্নার কবরের নিচে কে রয়েছেন? সান্নার স্ত্রীর দাবি ৩ দিন আগেই তিনি সান্নার কবরের কাছে ঘুরে এসেছেন। কয়েক বছর ধরেই তাঁর মনে হচ্ছে য়ে কবরটি খানিকটা খুঁড়ে কিছু বার করা হয়েছে। আর ভিতরে সম্ভবত অন্য কিছু রাখা।

এদিকে, গোটা ঘটনায় হতবাক পুলিশ। পুলিশ প্রশাসনের কাছে যিনি 'মৃত', তিনি 'জীবিত' হয়ে ফিরে আসায় প্রশাসন তদন্তে নেমেছে। তবে প্রশাসনের দাবি, বাড়ি ছেড়ে সন্ন্যাস নেন সান্না। আর সেই সন্ন্যাস নেওয়ার কথা স্বীকার করতে চাইছে না তাঁর পরিবার।

English summary
After being buried dead man walks into village after 50 years.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X