For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইআইটি কাউন্সেলিং নিয়ে সুপ্রিমকোর্টের স্থগিতাদেশ, বিপাকে বহু পড়ুয়া

দেশের আইআইটি , এনআইটি সমেত বাকি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির কাউন্সেলিং এর ওপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। ফলে সারাদেশের প্রায় ৩৩ হাজার পড়ুয়া অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল।

Google Oneindia Bengali News

দেশের আইআইটি , এনআইটি সমেত বাকি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির কাউন্সেলিং এর ওপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। ফলে সারাদেশের প্রায় ৩৩ হাজার পড়ুয়া অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। এই পড়ুয়ারা ইতিমধ্যেই দেশের বহু ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তি হয়ে রয়েছে।[আরও পড়ুন:প্রধান বিচারপতি-রাজ্যপালরা এখন থেকে তথ্যের অধিকার আইনের আওতায়! কী বলছে শীর্ষ আদালত]

আগামী সোমবার এই নিয়ে ফের শুনানি হবে মামলার । তখনই জানানো হবে , ঠিক কবে থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। উল্লেখ্য, 'বোনাস নম্বরের' বিষয় সংক্রান্ত মামলার জেরেই এই স্থগিতাদেশ জারি করা হয়েছে । আদালত জানিয়েছে, 'বোনাস মার্কস দেওয়া যদি সমস্যার সৃষ্টি করে, তাহলে তা যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করা প্রয়োজন।'

আইআইটি কাউন্সেলিং নিয়ে সুপ্রিমকোর্টের স্থগিতাদেশ, বিপাকে বহু পড়ুয়া

যারা এই মামলা দায়ের করেন তাঁদের প্রশ্ন, প্রবেশিকা পরীক্ষায় যে সমস্ত পরীক্ষার্থীরা নির্দিষ্টভাবে কয়েকটি প্রশ্নের উত্তর করেছেন, তাঁরা যদি প্রশ্ন ভুল থাকার কারণে বোনাস নম্বর পান, তাহলে বাকি পরীক্ষার্থীদের ক্ষেত্রে মূল্যায়ন কী সঠিকভাবে হওয়া সম্ভব? উল্লেখ্য, দেশের আইআইটিগুলিতে ভর্তির জন্য বেশ কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে আইআইটি-জেইই অ্যাডভান্সড পরীক্ষার ফল। কিন্তু কাউন্সেলিং শুরু আগেই একটি মামলা হয় সুপ্রিম কোর্টে। আর তার জেরেই এই নতুন নির্দেশ।

English summary
The Supreme Court on Friday put on hold admissions to most of the country’s engineering colleges, including Indian Institute of Technology (IITs), over awarding of bonus marks in the joint entrance examination (JEE).The order, which will affect thousands of students, came on a petition filed by two students who sought the court’s direction to IIT-Madras to revise the list of successful students without giving them bonus marks.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X