For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধীরের নিজেকে ‘বহিরাগত’ দাবি, সংসদে এনআরসির 'আর্জি'তে কটাক্ষ মোদী সরকারকে

এবার সংসদেও এনআরসি করতে পারে কেন্দ্রের মোদী সরকার। এমনই আশঙ্কার কথা শোনালেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী।

Google Oneindia Bengali News

এবার সংসদেও এনআরসি করতে পারে কেন্দ্রের মোদী সরকার। এমনই আশঙ্কার কথা শোনালেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। তিনি সাফ সাফ এ কথাও জানিয়ে রাখলেন, সংসদে এনআরসি হলে সবার আগে বাদ পড়বেন তিনিই। কারণ তাঁর বাবা বাংলাদেশী, তাঁর বাবা বাংলাদেশ থেকে এপার বাংলায় এসেছিলেন অন্য অনেকের মতোই।

সংসদেও এনআরসি হতে পারে, কটাক্ষ

সংসদেও এনআরসি হতে পারে, কটাক্ষ

অসমে চূড়ান্ত জাতীয় নাগরিক পঞ্জি প্রকাশের দিন কেন্দ্রকে এভাবেই বিঁধলেন কংগ্রসে সাংসদ অধীর চৌধুরী। তিনি বলেন, বিজেপি সরকার অসমে এনআরসি পরিচালনায় ব্যর্থ। অসমের পর আবার তাঁরা ভাবছে বাংলা-সহ দেশের সর্বত্র এনআরসি করবে। এমনকী সংসদেও এনআরসি হতে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন।

সবার আগে সংসদেই হোক

সবার আগে সংসদেই হোক

অধীর চৌধুরী বলেন, চাইলে সংসদেও এনআরসি করতে পারে কেন্দ্রের মোদী সরকার। সে সম্ভাবনা প্রবল। এখন তো সরকার যেখানে চাইবে, সেখানেই এনআরসি করবে, সংসদই বা বাদ যাবে কেন। অন্য রাজ্যে যখন হবে সংসদেও এনআরসি হোক। সবার আগে সংসদেই এনআরসি করা উচিত।

এনআরসি-তে 'বহিরাগত' অধীর

এনআরসি-তে 'বহিরাগত' অধীর

তাঁর কথায়, সংসদরা কতজন বাদ পড়েন, তা দেখে নেওয়া আশু কর্তব্য। তিনি যে সবার আগে বাদ যাবেন তা জানিয়ে বিজেপি সরকারকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি মনে করেন, সংসদে এনআরসি করা উচিত। এবং তাঁর বাবা বাংলাদেশি বলে তিনি বহিরাগত, এবং এনআরসিতে বাদ পড়বেন বলেও আগাম জানিয়ে দেন।

English summary
Adhir Chowdhury Slams Modi government on NRC. If NRC in Parliament he will be outsider at first.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X