For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলতি অর্থবছরে ৯ শতাংশ পর্যন্ত জিডিপি সঙ্কোচনের সম্ভাবনা! আশঙ্কার কথা শোনাচ্ছে এডিবি

চলতি অর্থবছরে ৯ শতাংশ পর্যন্ত জিডিপি সঙ্কোচনের সম্ভাবনা! আশঙ্কার কথা শোনাচ্ছে এডিবি

  • |
Google Oneindia Bengali News

করোনা ধাক্কায় কুপোকাত ভারতীয় অর্থনীতি। সদ্য প্রকাশিত কেন্দ্রীয় রিপোর্ট অনুসারে চলতি অর্থবর্ষে অগাস্ট পর্যন্ত ভারতীর জিডিপি প্রায় ২৪ শতাংশ সঙ্কুচিত হয়েছে। এমতাবস্থায় দেশের আর্থিক মন্দা নিয়ে আরও আশঙ্কার কথা শোনাল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক(এডিবি)।

৯ শতাংশ সঙ্কুচিত হতে চলেছে ভারতীয় জিডিপি

৯ শতাংশ সঙ্কুচিত হতে চলেছে ভারতীয় জিডিপি

মঙ্গলবার প্রকাশিত একটি রিপোর্টে এডিবি-র রিপোর্টে ভারতীয় অর্থনীতির করুণ অবস্থা নিয়ে একাধিক উদ্বেগের কথা শোনানো হয়। সেখানেই বলা হয়েছে করোনা ধাক্কার জেরে চলতি অর্থবর্ষেই সামগ্রিক ভাবে ভারতীয় অর্থনীতি প্রায় ৯ শতাংশ সঙ্কুচিত হবে।

মহামারী মিটলেই ছন্দে ফিরবে দেশ ?

মহামারী মিটলেই ছন্দে ফিরবে দেশ ?

গত চার দশকের মধ্যেই চলতি বছরেই সর্বাধিক খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় অর্থনীতি। যদিও ২০২১-র মধ্যেই ফের মন্দার ঘনকালো মেঘ সরে যাবে বলেও পূর্বাভাস দিয়ে এডিবি। সেখানে স্পষ্টতই বলা হয়েছে করোনা মিটে গেলে উত্পাদন, বাণিজ্য সহ দেশের বিভিন্ন ক্ষেত্র ছন্দে ফিরলে ধীরে ধীরে ফের উন্নতি লক্ষ্য করা যাবে ভারতের জিডিপি প্রবৃদ্ধিতে।

আগামী অর্থবর্ষে ৮ শতাংশ পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধি ?

আগামী অর্থবর্ষে ৮ শতাংশ পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধি ?

বর্তমানে ভারতের তীব্র আর্থিক মন্দার জন্য করোনা লকডাউনকেই কাঠগড়ায় তুলেছেন এডিবির প্রধান অর্থনীতিবিদ ইয়াসুয়ুকি সাওয়াদা। কড়া লকডউনের বিধিনিষেধের কারণেই বিভিন্ন সেক্টরেই চাহিদা ও যোগানে বিশাল পার্থক্য তৈরি হয়। যার জেরে অচিরেই তীব্র আর্থিক মন্দার যাঁতা কলে পড়ে গোটা দেশ। বর্তমানে এডিবি এও জানাচ্ছে, ২০২১ সালের মধ্যে মহামারী মিটে গেলে সমগ্র পরিস্থিতি স্বাভাবিক হলে ভারতে ৮ শতাংশ পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্য করা যেতে পারে।

 সামনে আসছে অন্যান্য সংস্থার রিপোর্টও

সামনে আসছে অন্যান্য সংস্থার রিপোর্টও

এদিকে ভারতীয় জিডিপি প্রবৃদ্ধির ক্ষেত্রে জুনে ভিন্ন পূর্বাভাস শুনিয়েছিল এডিপি। সেই সময় প্রকাশিত তাদের রিপোর্ট অনুযায়ী করোনা ধাক্কার জেরে চলতি অর্থবছরে ভারতের সামগ্রিক জিডিপি ৪ শতাংশ সঙ্কুচিত হবে বলে জানিয়েছিল এডিবি। এদিকে অপর এক আর্থিক বিশ্লেষক সংস্থা এস অ্যান্ড পি গ্লোবাল রেটিংও সোমবার ভারতীয় অর্থনীতির প্রবৃদ্ধি নিয়ে তাদের নতুন পূর্বাভাস সামনে আনে। সেখানেও স্পষ্ট বলা হচ্ছে চলতি অর্থবছরে ভারতের জিডিপি প্রায় ৯ শতাংশ সঙ্কুচিত হতে চলেছে। যদিও এই ক্ষেত্রে আগে তাদের পূর্বাভাস ছিল ৫ শতাংশ।

কোভিড পরিস্থিতিতেও হাজার হাজার কর্মী নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে কোভিড পরিস্থিতিতেও হাজার হাজার কর্মী নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে

English summary
adb has forecast a gdp contraction of up to 9 percent in the current fiscal year in india due to coronavirus pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X